আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।
চলে এসেছে পঞ্চম সপ্তাহের সকল ক্লাসের এসাইনমেন্ট। শিক্ষার্থীরা সকলে ব্যস্ত এখন এসাইনমেন্ট জমা দেওয়ার তালে।শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর উত্তর খুঁজে যাতে সময় নষ্ট না করতে হয় সেইজন্য আমি নিয়ে এসেছি এসাইনমেন্ট সিরিজ।এই এসাইনমেন্ট সিরিজে প্রতিটি শ্রেণির এসাইনমেন্ট প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর ভাবে পাওয়া যাবে। এসাইনমেন্ট এর উত্তর দেওয়ার ধারাবাহিকতায় আমি আজ নিয়ে এসেছি পঞ্চম সপ্তাহের হিসাববিজ্ঞান এসাইনমেন্ট । আশা করি আপনাদের উপকার হবে।
#হিসাব বিজ্ঞান এসাইনমেন্টঃ
(গ)নিম্নলিখিত লেনদেনগুলো হতে গুলো হতে মুনাফা জাতীয় ও লেনদেন জাতীয় লেনদেন চিহ্নিত করে পাঠ্যপুস্তক প্রদত্ত ছক ও নিয়ম অনুসারব ব্যাখ্যা কর।
১.লেনদেনগুলোর মধ্যে কোনটি মূলধন জাতীয় ও কোনটা মূলধন জাতীয় তা নিম্নে কারণসমূহ ব্যাখ্যা করা হলঃ
মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনঃ
১.ব্যবসার জন্য মেশিন ক্রয় ৫০,০০০ টাকা।
২.অগ্রিম দোকান ভাড়া প্রদান ২০,০০০ টাকা।
৩.বিক্রিয়ের উদ্দ্যেশ্যে গাড়ি ক্রয় ১০০,০০০ টাকা।
৪.ক্রীপ মেশিনের সংস্থাপন ব্যয় প্রদান ৫০০০ টাকা
৫.বাকিতে পন্য বিক্রয় ৬০,০০০ টাকা
#শ্রেনী এবং প্রভাবঃ
১.মূলধন জাতীয় ব্যয়।
২.মুনাফা জাতীয় ব্যয়।
৩.মুনাফা জাতীয় ব্যয়।
৪.মূলধন জাতীয় ব্যয়।
৫.মুনাফা জাতীয় আয়।
#কারণ
১.অনিয়মিত ও দীর্ঘকাল ব্যবহার হলে।
২.নিয়মিত ব্যয়।
৩.নিয়মিত হয়।
৪.অনিয়মিত ও যন্ত্রপাতি সাথে অন্তর্ভুক্ত
৫.নিয়মিত হয়।
(ঘ)নিম্নলিখিত লেনদেনগুলো “শাপলা ফ্যাশনস এর সাধারণ জাবেদায় লিপিবদ্ধ কর।
২০২০ সালের ১ মার্চ রুবাইয়াত ২০,০০০ টাকা আসবাবপত্র, ১,০০,০০০ টাকা এবং ১,০০,০০০
টাকায় লেনদেন আরো শুরু করে।
উত্তরঃ
উত্তরসমুহ ছবিতে তুলে ধরা হয়েছে।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন