আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই? আসা করি সবাই অনেক ভালো আছেন।
টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কি নিয়ে আজকে কথা বলবো।আর তুমিও নিশ্চই এমন সমস্যায় মাঝে রয়েছো যার কারণে আজকে এই আর্টিকেলটা পড়ছো।
কিন্তু তুমি নিজের অজান্তেই হয়তো আজকের অনেক গুরুত্বপূর্ন একটি আর্টিকেল পড়তে চলে আসলে,যদি তুমি একজন ছাত্র হয়ে থাকো।তাহলে এসে যখন পড়েছ তখন পুরোটা পরে যেও।আসা করি তোমার ক্ষতি হবে না।
তুমি লেখাপড়া করছো,কিন্তু মন দিয়ে পড়ছো না।কারণ তোমার পড়ালেখা করতে মন চায় না, কিংবা তুমি যখন পড়ার টেবিলে বসো তখন তোমার নানান কথা মাথায় আসে যার কারণে তোমার পড়ালেখায় একদম মন বসে না।
আজকের পড়া কাল শিখবো এভাবে বলে বলে সব পড়া রেখে দিয়েছো।কিন্তু কালকের পর পরশু চলে যাচ্ছে কিন্তু তোমার পড়ার কোনো খবর নেই।কিন্তু কেনো?
কখনো কি একবার ভেবে দেখেছো? বাবা মা তোমার পিছনে কত কষ্ট করে টাকা গুলো খরচ করছে।তোমার সব শখ তোমার শখ ইচ্ছা তারা পূরণ করছে কিন্তু কখনো তারা তোমাকে তাদের ইচ্ছার কথা বলে না।
একটা সময় তোমার উপর তাদের ভরসা রাখতে হয়।কিন্তু তুমি যদি তাদের ভরসা রাখার মত যদি কিছু না করো তাহলে কিভাবে কি করবে তুমি?
কিন্তু আমরা পড়ালেখা করা অবস্থায় কখনও এটা ভেবে দেখি না যে কেনো আমরা পড়ালেখা করছি।হয়তো কেও কেও জীবনে সপ্ন নিয়ে পড়ালেখা করছে,যার কারণে সে সফল ও হচ্ছে।
কখনো কি ভেবে দেখেছো যে তোমার বাবা মা কি কখনো তোমার শপিং এর বেবস্থা না করে নিজেরাই শপিং করতে গিয়েছে? তোমার অনেক জায়গায় ঘুরতে ইচ্ছা করে অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিন্তু তোমার বাবা মার কি ইচ্ছা করে না?
হ্যা বন্ধু তাদের ও অনেক ইচ্ছা করে,কারণ সব মানুষের নিজের ইচ্ছামত আনন্দ করে বেছে থাকতে ইচ্ছা করে।যখন তুমি করো বাবা হবে তখন তুমি বুঝতে পারবে।
এখন হয়তো বাবা মা তোমাকে পড়ালেখা নিয়ে অনেক কথা বলছে কিন্তু তুমি তাদের কথাকে গুরুত্ব দিচ্ছ না।কিন্তু হয়তো একটা সময় সে বাবা মা তোমাকে মোবাইল কিনে দেবে।
এখন বাবা মা তোমার ভরসা,আর তারা তোমাকে রক্ষা করছে।তার বিনিময়ে তাদের মুখে হাসি ফুটাতে পারো তুমি।তারজন্য একটু তাড়াতাড়ি উঠে বই টি নিয়ে একটু বসো।তাদের কে তোমার ভালো ফলাফল উপহার হিসেবে দাও।দেখবে তারা খুব খুশি হবে।
এইটুকু তুমি করতেই পারো।তাই একটা বার একটু ভেবে দেখো তোমার পড়ালেখার উপর তোমার বাবা মার হাসি খুশি নির্ভর করছ।এখন তুমি কি চাও না যে তোমার বাবা মা হাসুক?
যদি চাও তাহলে আজ থেকে একটি রুটিন করে নাও।লেগে পর নিজের ক্যারিয়ার এর দিকে।অন্য সব কিছু বাদ দাও।যদি তুমি একবার নিজের ক্যারিয়ারে সফলতা অর্জন করতে পারো তোমার জন্য সবকিছু উন্মুক্ত তুমি স্বাধীন।
তোমার বাবা মা শান্তিতে বাঁচতে পারবে।অন্তত তোমার ক্যারিয়ারের সফলতা দেখে।
তাই, বন্ধু জীবনে পড়ালেখা আমাদের অনেক বড় বন্ধু।যে পড়ালেখা একদিন আমাদের ক্যারিয়ার কে গুছিয়ে দিবে।