আমরা যারা অনলাইন এ কাজ করি এবং টাকা ইনকাম করি তাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট। আমরা অনেক সময় ভালোভাবে পড়াশোনা করতে পারি না বিভিন্ন কারণে। ফলে আমাদের পরীক্ষার রেজাল্টও তে মন ভাল হয় না। পরীক্ষার আগের দিন কোন বিষয় রেখে কোন বিষয় পড়বো সেটা ঠিক করতে পারি না। যার কারণে আমাদের পরীক্ষার প্রিপারেশন ভালো হয় না। ফলে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। তাছাড়া আমরা ইউটিউবে অথবা ইন্টারনেটে অনেক মোটিভেশন নিয়ে থাকি। কিন্তু কোনোভাবেই পড়া কন্টিনিউ করা যায়না। এই জন্য আজ আমি আপনাদের সামনে কিছু ট্রিকস বলব যেগুলো ফলো করে আশা করি কিছু হল উপকৃত হবেন। আসলে আমরা অনেক সময় যে ডেইলি রুটিন করি সেটাতেই সমস্যা থাকে। কারণ কিছুদিন না পড়ে আমরা সিদ্ধান্ত নেই আজ থেকে ভালো করে সারাদিন পড়াশোনা করব। কিন্তু বড়জোর আমরা একদিন কি দুইদিন ভালোভাবে পড়াশোনা করতে পারি। তারপর আগের মতই পড়াশোনা থেকে মনোযোগ চলে যায়। এর আসল কারণ হচ্ছে আমাদের ডেইলি রুটিন। দেখেন আমরা প্রতিদিন সকালে যে কাজটুকু করি হঠাৎ করে যদি সেটি বন্ধ করে পড়াশোনায় বসে যায় তাহলে একদিন কি দুদিন কিন্তু তারপর পূর্বের কাজটিতে ফিরে যেতে হয় বিভিন্ন কারনে। আমাদের ডেলি রুটিন এভাবে করা উচিৎ যে আমরা যে সময় যে কাজটুকু করতে ভালো লাগে সেই সময় সেই কাজটুকু করা উচিত। যেমন আমাদের সকালে ইংরেজি পড়তে ভালো লাগে তো আমরা ইংরেজি সকালে পড়বো। আমদের বিকালে খেলতে ভালো লাগে তো বিকালে যদি আমরা পড়াশোনা করি তাহলে বড়জোর একদিন কি দুদিন এই পড়াশোনা করতে পারব।তারপর সেই একই কাজ শুরু করি। তাই আমাদের উচিত বিকালে খেলাধুলা অর্থাৎ আমাদের যেটা ভালো লাগে সেটা করা আর অন্য সময় গুলোতে পড়াশোনার জন্য রুটিন সেট করা। তাছাড়া আপনারা সময়ের সাথে এমনভাবে পড়াশোনা করবেন যেন আপনি একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। অর্থাৎ মনে মনে এরকম চ্যালেঞ্জ নিবেন যে আপনি ঐ পড়াশুনাটুকু শেষ করে তারপরেই খাইতে যাবেন অথবা খেলতে যাবেন। অর্থাৎ মনে করবেন আপনি যদি পড়া শেষ করতে পারেন তাহলে আপনি রিওয়ার্ড হিসেবে খাবার খাবেন। তাহলে আপনার মধ্যে একটি চেষ্টা কাজ করবে। অর্থাৎ আপনারা নিজে নিজেই অল্প সময়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবেন। আপনি পড়ছেন ঠিক এই মুহূর্তে আপনার এক বন্ধু এসে বলল চল খেলে আসি। কিন্তু ঠিক ওই সময়ে আপনি মনে করবেন আমার পড়া এখনো শেষ হয়নি। তাই আপনি খেলতে পারবেন না। এইভাবে টাইম ভার্সেস পড়া চলতে থাকলে একদিন অবশ্যই আপনি ভালো পেপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
(Tips&tricks) ইংরেজিতে কথা বলা শিখুন গ্রামার ছাড়া পার্ট ২ । Freelancing এর জন্য হলেও শিখুন ।
আসসালামুয়ালাইকুম গ্রামার ছাড়া ইংরেজি শিখুন এর দ্বিতীয় পার্ট এ আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব "চাই" শব্দটা নিয়ে । দৈনন্দিন...