আশা করি সবাই ভালো আছেন।আমরা সারা বছর পড়াশোনা করে পরিক্ষা দিতে চাই।এবং পরিক্ষার রেজাল্টের মাধ্যমেই বুঝা যায় যে কতটা পড়াশোনা করেছে।এমন অনেকেই আছে যারা পরিক্ষায় জন্য সবসময় সচেতন।এবং ভালো প্রস্তুতিতেও নেয় কিন্তু পরিক্ষার হলে গিয়ে অশান্ত হয়ে যাই যার ফলে রেজাল্টটা খারাপ হয়ে যায়।মাএ ৩ ঘন্টা পরিক্ষার মাধ্যমেই যেহেতু তোমার সারাবছরের ফল নির্ধারিত হবে তাই এই সময়টাই কিভাবে নিজেকে শান্ত রাখবেন তা নিয়েই আজ আপনাদেরকে কিছু টিপ্স দেবোঃ
১.পরিক্ষার প্রশ্ন কেমন হবে এইসব নিয়ে আলোচনার কোনো দরকার নেই।চুপচাপ থাকুন।পরিক্ষার প্রশ্ন যেমন হোক তা উওর করার কথা ভাবুন।আর প্রশ্ন দিলে ভালোভাবে পরবেন প্রশ্নটা।যদি কোনো প্রশ্নের উত্তর না জানেন তারপরও উওজিত হবেন না।
২.ভাবুন যে আপনি সব পারেন।অনেকে একটু সিলেবাস বাকি থাকলে তার চিন্তা করেই পরিক্ষায় ভালো করে লিখতে পারে না।তাই ভাবুন যে আপনি সব পারেন।যদি আপনি ভাবেন যে আপনি এটা পারেন না ঐটা পারেন না।তাহলে যে প্রশ্ন গুলো পারেন সেগুলো ভয় পেয়ে উত্তর করতে পারবেন না।
৩.হাসিখুশি থাকার চেষ্টা করুন।আপনার হাসিখুশি মুখটা দেখে অনেকে কনফিউজড হয়ে যাবে।আর যদি কেও জিজ্ঞেস করে প্রিপারেশন কেমন।তাহলে অনেক ভালো বলুন।এতে সে অনেক নার্ভাস হয়ে যাবে।পরিক্ষার হলে সবাইকে চিন্তিত দেখা যায় কিন্তু যদি আপনি হাসিখুশি থাকেন তাহলে অনেকের কাজে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগবে।
৪.সামনের দিকে তাকিয়ে থাকুন।আপনি যখন সোজা হয়ে বসে থাকবেন তখন আপনার পাড়াগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না।আর যদি একটু হৈচৈ করেন তাহলে যা পরেছেন সব একটু একটু মনে পরবে আর বেশিরভাগই মনে পরবে না।আর মনে না পারলে ঠিকভাবে লিখতে পারবেন নাফলে বানিয়ে বানিয়ে লিখতে হবে।আর বানিয়ে বানিয়ে লিখে কখনো অতিরিক্ত ভালো রেজাল্ট করা যায় না।
৫.নিজের উপর বিশ্বাস রাখুন।মনে করুন এটা সাধারণ পরিক্ষা।আর আপনার মধ্যে ভালো ফলাফল করার যোগত্য আছে।তাহলে আপনার মাইন্ড পজেটিভ হবে।নতুন কিছু লেখার বুদ্ধি দিবে।আর মাইন্ড যত স্ট্রং হবে ৩ টা ঘন্টা যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে ভালো রেজাল্ট করবেন।
এই ৫ টি টিপ্স যদি আপনি পরিক্ষার হলে মানতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন।ইতিমধ্যে অনেক পরিক্ষা দিয়েও ফেলেছেন একটা জিনিস তো লক্ষ্য করেছে প্রথম পরিক্ষাগুলো যতটা কনফিউজড লাগে পরেরগুলোতে এতটা লাগে না।তাই প্রথম পরিক্ষাগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর পরিক্ষার হলে যাওয়ার পূবে যেই কাজগুলো আছে সেইগুলা করে যাবেন।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।