আমি জানি একটা সময় আমার লাশ নিয়েও রাজনীতি শুরু হবে।এক ভাই বলবে আমি তার কর্মী তো আরেক ভাই বলবে আমি তার কর্মী,কিন্তু দিন শেষে প্রমাণিত হবে আমি কোনো পক্ষের কর্মী ছিলামই নাহ।তারপর বলবে আমি রাজপথে আন্দোলনরত অবস্থায় মরে গেছি আর আমি তখন হয়ে উঠবো ত্যাগী কর্মী অথচ আমাকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে মেরে ফেলা হবে আর মৃত্যুর আগ মুহূর্তে মুখে পানি দেওয়ার মত কেউ থাকবে নাহ।দিন শেষে আবার প্রমাণিত হবে আমাকে হত্যা করা হয়েছে। বিচার চাইতে গেলে আমার পরিবারকে আশস্ত করা হবে অমুক সময়ের মধ্যে খুনি দের আইনের আওতায় আনা হবে,অথচ খুনিরা থাকবে রাজনৈতিক ছায়ায়।আবার বিচার চাইতে গেলে এবার সরাসরি আমার পরিবারকে নানান ভাবে ভয়ভীতি দেখাবে।বেশি জোরাজুরিতে এক আসামীর বদলে অন্য আসামীকে নিয়ে আসবে আর “কথিত ক্রসফায়ার ” নামে হত্যা করা হবে।দিন শেষে আবার প্রমাণিত হবে আমি নামক সাধারণ জনগণের বিচার হয় না।
তারপর কথিত ভাই নামক নেতারা পাবে পদ সহ আরো অনেক কিছু।কিন্তু দিন শেষে আমার কবর পড়ে থাকবে অযত্নে, অবহেলায়,কেউ আমাকে মনে রাখবে নাহ।
[বিঃদ্রঃ এটা শুধু আমার ক্ষেত্রে না,প্রতিটি মানুষের ক্ষেত্রেই এমনটি ঘটছে,যাদের আত্নীয়কে পিটিয়ে মারা হয়েছে তারাই জানে।আর আজকালকার দিনে সবাই অনেকটা রোবটের মত হয়ে গেছি,যা দেখি সেটাই সত্য বলে মেনে নেই,কিন্তু একবারো এর অন্তরালের বিষয় গুলো ভাবি নাহ।]