সু’প্রিয় বন্দু-গন আসসালামু আলাইকুম!
কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন।
আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন আজকের পোস্টের ধারাবাহিক সম্পর্কে।
বন্দু-গন আপনাদের মধ্যে হতে কেউ যদি প্রথম পর্ব দেখে না থাকেন, তাহারা এখানে ক্লিক করুন
**মাতা – পিতাকে কষ্ট দেয়ার শাস্তি দুনিয়াতেই পাওয়া যায় ।
::::::::::::::::::::::পাঠ:(৩)::::::::::::::::::::::::
কান্নাজড়িত কণ্ঠে বল , ছিল ঘরবাড়ি , সবই ছিল । কিন্তু এখন কিছুই নেই । যে মানুষ নিজের জন্মদাতা মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারে , তার কী পৃথিবীতে কোন ঠাই থাকতে পারে ? আমার মা আমাকে বললোয়া দিয়েছে । কী কারণে আপনার মা আপনাকে বললােয়া দিল ? লােকটার দু’চোখ থেকে অঝোর ধারায় অশ্রু নিতি হচ্ছিল । বলল , সে কথা আমি মুখে আনতে পারব না । এত বড় নিষ্ঠুর কাহিনী বলা যাবে না । আমি তাকে বারবার পাড়াপাড়ি করলাম , অন্তত অল্প একটু বলুন , আমার খুব চেনাতে হচ্ছে করছে ।
আমি ক্ষমার অযোগ্য পাপী । মায়ের ক্ষমা না পেলে , মহান আল্লাহও আমাকে ক্ষমা করবেন না । আগুন , আ – 0 – ন । জাহান্নামের প্রত্মলিত আগুন আমাকে দন্ধ করার জন্য অপেক্ষা করছে । আহঃ জাহান্নাম , দোযখ । এতটুকু বলতে লােকটা ভীষণ হাপিয়ে উঠেছে । মুখ হা করে খুব জোরে হাঁপাচ্ছে । কিছুক্ষণ পর লােকটি শান্ত হল । মনে মনে ভাবলাম- এত কষ্টের মধ্যে একটি মানুষ কীভাবে বেঁচে থাকতে পারে ? এ যেন জীবিত অবস্থায় জাহান্নামের শাস্তি লােকটা আমার দিকে তাকিয়ে বলল , নেতে চাও ? আমার জীবন কাহিনী ? – দয়া করে একটু বললে শুনতাম । – তাহলে আমার পাশে বস ।
আমি একটু দুরত্বে বসলাম । লােকটি বলতে শুরু করল , আমার নাম আকতার হোসেন । আমার কোন ভাই – বােন নেই । আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন । আমাদের সংসারের আর্থিক অবস্থা ছিল খুবই দুর্বল । কষ্ট করে মা আমাকে মানুষ করতে চেয়েছিলেন , কিন্ত আমি মানুষ হতে পারিনি , হয়েছি একটা জানােয়ার ।আমি তার মর্যাদা বুঝতে পারিনি , তাকে দুঃখ দিয়েছি । এ দেশজ না , আমার ডান হাতটা কেমন অকেজো হয়ে গেছে ? হাৰেই তাে , মায়ের বললোয়া , যে হাত আপন মায়ের গায়ে আঘাত করে , সে হাত কী ভাল আসতে পারে ? লােকটা অঝোরে কাঁদছে । লাল টকটকে চোখ থেকে অশ্রুধারা ঝরে পড়ছে মাটিতে ।
( পরবর্তি পোস্ট পেতে অপেক্ষা করুন)
আজ এই পযন্ত তবে জাবার আগে একটি কথা না বল্লেই নয়।
আপনারা যারা এখনো আমাদের কমেন্ট বক্স এ কমেন্ট করেননী তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন
আজকের পোস্ট আপনাদের কাছে কেমন লেগেছে।
এবং অবশ্যই অন্যদের শেয়ার করে এটি পড়ার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।
nice post
Good
THANKS
GOOD0
ভালো
Best
Nc
ঠিক
good post
nice
❤️❤️