আসসালামু আলাইকুম সুপ্রিম পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই করি।
আমাদের দৈনন্দিন জীবনে কখনো ভালো কাটে কিংবা খারাপ কাটে। নানান ধরণের দুঃখ কষ্ট এবং নানান ধরণের সমস্যা নিয়ে চলার নামই জীবন।এই সকল সমস্যার মধ্যে কিছু সমস্যা থাকে যা আমরা সহজে সমাধান করতে পারি। আবার ঠিক এমন কিছু সমস্যা থাকে যা আমরা সহজে সমাধান করতে পারি না।সেই সকল সমস্যা সমাধান করতে শুধুমাত্র তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে।
আমরা আমাদের জমি জামা সংক্রান্ত নানান ধরণের সমস্যা থাকে যার জন্য আমাদের পুলিশের কাছে দারস্থ হতে হয়।কিন্তু লিখিত কোন অভিযোগ করা ছাড়া মুখের কথায় পুলিশ কোন অভিযোগ আমলে নিবেই না।তাই আপনাকে পুলিশের কাছে কোন অভিযোগ নিতে হলে অবশ্যই আপনাকে লিখিত অভিযোগ করতে হবে।কিন্তু অনেকেই লিখিত অভিযোগ করতে পারে না।জানেই না কিভবে লিখিত অভিযোগ করতে হয়।তাই আমি আজ আপনাদের কিভাবে পুলিশের জন্য লিখিত অভিযোগ করতে হবে সেই ব্যাপারটি তুলে ধরব।আশা করি আপনারা শুনবেন।
ধরুন আপনার কিছু গুরুত্বপূর্ণ মালামাল হারিয়ে গিয়েছে।এখন আপনি থানায় গিয়েছেন। কিন্তু পুলিশ আপনাকে লিখিত অভিযোগ দিতে বলেছে।এখন আপনি লিখিত অভিযোগ কিভাবে করবেন তার একটি নমুনা কপি আপনাদের সামনে তুলে ধরা হলোঃ
বরাবর,
অফিস ইনচার্জ,
কুমিল্লা মডেল থানা,
কুমিল্লা জেলা
বিষয়ঃসাধারণ ডায়েরি করার আবেদন।
জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনিত নিবেদন এই যে আমি নিম্নসাক্ষরকারী আপনার থানায় হাজির হইয়া এই মর্মে সাধারণ ডায়েরি আবেদন করেতেছি যে গত ২০/০৯/২০২০ ইং তারিখে ৪ টার সময় আমার ব্যক্তিগত মালামাল আপনার থানাস্থ এরিয়ার পাশের এরিয়া থেকে হারিয়ে ফেলেছি।
অতএব উপরোক্ত বিষয়টি সাধারণ ডায়েরিস্থ করিতে মহোদয়ের মর্জি হয়।
বিনীত নিবেদক
মারিয়া হাসিন
জেলা কুমিল্লা
এমন ভাবেই আপনি থানায় যেকোনো বিষয়ের জন্য লিখিত আবেদন করতে পারবেন।আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন
ভাল পলিসি তো! এখানেও পোষ্ট দিলেন, আবার ফোরামেও!
Strange bepar amar eccha ami kothya post korbo ki na korbo apnar to somossa hobar kotha na vai
Vlo post..informative
😀
হিমম
Thanks
Welcome
হিমম