উত্তরঃচাঁদে আমার ওজন হ্রাস পাবে।কেননা বস্তুর ভর একটি দ্রুব রাশি।কিছু বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ এর উপর নির্ভর করে।যে কারণে অভিকর্ষ ত্বরণ এএ পরিবর্তন ঘটে সে কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়।ভূ পৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে।বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়।
অর্থাৎ কোন বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে।পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শুণ্য তাই সেখানে বস্তুর ওজনও শুণ্য হয়।কিন্তু চাঁদের মধ্যাকর্ষন জনিত ত্বরণ এর মান পৃথিবীর ১/৬ ভাগ।আবার কোন বস্তুর ওজন পৃথিবির কেন্দ্র থেকে দূরুত্তের উপর নির্ভর করে।
যদি দূরুত্ত বাড়ানো যায় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায়,ফলে বস্তুর ওজম হ্রাস পায়।আমরা জানি,ওজন=ভর× অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হলেই আমার ওজন পরিবর্তন হয়ে যাবে।
পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন এর সাথে ৯.৮ m.তাহল চাঁদে অভিকর্ষজ ত্বরণ=৯.৮÷৬=১.৬৩মিটারপৃথিবীতে আমার ওজন=৫০×৯.৮ নিউটন =৪৯০ নিউটনচাঁদে আমার ওজন=৫০×১.৬৩নিউটন=৮১.৫ নিউটন সুতরাং আমি বলতে পারি চাঁদে অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন এর সাথে।