শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আর্টিকেলে। আশা করি সবাই ভালো আছ। আজ শেয়ার করতে চলেছি কিভাবে ভরসংখ্যা মনে রাখা যায় সেই টেকনিক নিয়ে। চলো শুরু করি। তুমি নবম-দশম বা তার উপরে ক্লাসের ছাত্র? তুমি কি বিজ্ঞান বিভাগে পড়? ভরসংখ্যা কি মুখস্ত করতে চাও না? নাকি মুখস্থ করতে পারছনা? না মুখস্ত করে ভুলে যাচ্ছ? দূর করার জন্য এই সমস্যাগুলো, চলে এসছি এক নতুন টেকনিক নিয়ে। চমৎকার টেকনিক। তোমার মনে হতে পারে এটি ইউটিউবে
থেকে কপি করে পেস্ট করে নিয়ে আসা হয়েছে। আর এরকম ভাবলে তোমায় বলবো তুমি ভুল ভাবছো। সেটা সম্পূর্ণ নতুন একটি টেকনিক আমি ইনভেন্ট করেছি। এটি খুবই সহজ। অন্যান্য টেকনিক থেকে খুবই পাওয়ারফুল। খাটে বেশি মৌলের ক্ষেত্রে। ব্যতিক্রম খুবই কম। এবং সবচেয়ে মজার বিষয় হল এটি সর্বপ্রথম তোমরাই পড়ছ এই আর্টিকেলে । তো অনেক্ক্ষণ বক বক করেছি এখন চলে যায় মেইন টপিকে।
আজকের পার্টে 1 থেকে 10 পর্যন্ত মৌলের ভর সংখ্যা মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করবো। আমরা এটা কিভাবে জানবো তা নিম্নে দেখানো হলো
১) আমাদের 1 থেকে 10 পর্যন্ত জানা লাগবে
২) একটি মৌলের ভর সংখ্যা জানা লাগবে
৩) একটি সূত্র জানা লাগবে।
৪) একটা প্যার্টান জানা লাগবে
1 থেকে 10 পর্যন্ত মৌল সমূহ হলো
হাইড্রোজেন
হিলিয়াম)
লিথিয়াম
বেরিলিয়াম
বোরন
কার্বন
নাইট্রোজেন
অক্সিজেন
ফ্লোরিন
নিয়ন
১ থেকে ১০ পযর্ন্ত মৌল সমূহ তো চেনা হলো। এখন চিনে আসি সেই ম্যাজিক পর্ট্যান এর সাথে।
পর্ট্যানটি হলোঃ
৩ ২ ২ ১ ২ ২ ৩
পর্ট্যানটি জানা হয়ে গেল এখন জেনে আসি সূত্রটি।
সূত্রটি হল
তার আগে যতগুলো পদ আছে ততগুলো পদের যোগফল + হিলিয়াম এর ভরসংখ্যা
হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে = 4
এখন জেনে আসি ব্যতিক্রমী মৌলের ভর সংখ্যা সমুহ। ব্যতিক্রম খুব কমই এখানে ব্যতিক্রম শুধু দুইটা মৌল। আর তা হলোঃ
হাইড্রোজেন এবং নিয়ন
হাইড্রোজেনের ভর সংখ্যা ১
নিয়নের ভর সংখ্যা ২০
এখানে তোমরা পর্ট্যান যেটা দেখছো সেটাতে এক একটি সংখ্যা হল পদ। আর সূত্রের মধ্যে লেখা আছে,
যে মৌলের ভর সংখ্যা নির্ণয় করবে সে মৌলের আগে যতগুলো মৌল রয়েছে ততগুলো পদের যোগফল + হিলিয়ামের ভরসংখ্যা।
মৌলের আগে যত থাকবে ততগুলো পদের যোগফল যোগা করে দিলেই তোমরা কাঙ্খিত ভর সংখ্যাটি পেয়ে যাবে।