বাংলাদেশে সকল ফ্রিলান্সারদের জন্য বিকাশ খুব সুন্দর একটা ব্যবস্থা নিয়ে এসেছে।আগে বিভিন্ন মেথড ব্যবহার করে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে টাকা উত্তোলন করতে হত। পেওনিয়ার থেকে ব্যাংকে উইথড্র করতে হতো। এখন আপনি খুব সহজেই পেওনিয়ার টু বিকাশ উইথড্র করতে পারবেন।এর জন্য আপনাকে বিকাশ অ্যাপ ব্যবহার করা লাগবে।
এই পোস্টের মাধ্যমে আমরা যা জানব:
১/ পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম
২/ পেওনিয়ার একাউন্টে বিকাশে যুক্ত করার ধাপ
৩/ পেওনিয়ার থেকে বিকাশে প্রতি লেনদেনে 2% বোনাসের বিবরণ।
৪/ পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার শর্তাবলী
৫/ পেওনিয়ার বিকাশ নিয়ে প্রশ্ন উত্তর
বাংলাদেশে বেশির ভাগ অনলাইন টাকা ইনকামকারীরা বাহিরের দেশ থেকে টাকা আনার জন্য পেওনিয়ার ব্যবহার করে থাকে।কারণ বাংলাদেশে এখন পেপ্যাল আসে নাই। পেপ্যাল আসলে আমরা তখন পেপ্যাল ব্যবহার করতে পারব। বাংলাদেশে সকল ফ্রিলান্সার ফাইবার.আ্যামাজন ও অন্যান্য অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস থেকে টাকা আনার জন্য পেওনিয়ার ব্যবহার করা হয়। এখন বিকাশের মধ্যে খুব সহজেই ঝামেলা মুক্ত ভাবে টাকা উইথড্র করা যাবে।
পেওনিযার একাউন্ট বিকাশে যুক্ত করার ধাপসমূহ:
১ নম্বর ধাপসমূহ: আপনি প্রথমে আপনার পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য আপনার বিকাশ অ্যাপ করুন। বিকাশ আ্যপ ওপেন করার পর More নামে একটা অপশন দেখতে পাবেন।এখানে ক্লিক করুন।
2 নম্বর ধাপসমূহ: বিকাশে পেওনিয়ার একাউন্ট লিংক করার জন্য More অপশনে ক্লিক করে আপনি Remittance নামের একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
৩ নম্বর ধাপসমূহ: Remittance অপশন এ ক্লিক করার পর আপনি পেওয়িারের একটা লোগো দেখতে পাবেন। এখানে ক্লিক করুন।
৪ নম্বর ধাপসমূহ: এই ধাপে এখন আপনি আপনার পেওনিয়ার একাউন্ট লগ ইন করতে হবে। আপনার পেওনিয়ার থাকলে এর ইমেইল ও পাসওর্য়াড দিয়ে লগ ইন করে নেবেন।আর পেওনিয়ার না থাকলে একাউন্ট করে নেবেন।
বিকাশের সাথে পেওনিয়ার একাউন্ট যুক্ত করুন এরকম একটা লিখা আসলে.
পেওনিয়ার একাউন্ট খুলুন
আমার পেওনিয়ার একাউন্ট লিংক করুন এখানে ক্লিক করে পেওনিয়ার এড করে নিন।
৫ নম্বর ধাপসমূহ: আপনার পেওনিয়ার একাউন্ট লগ ইন অথবা সাইন আপ করার পর আপনার পেওনিয়ারের সাকসেসফুলী ভাবে লিংক হয়ে যাবে।
পেওনিয়ার থেকে বিকাশের প্রতি লেনদেনে 2% বোনাসের বিস্তারিত
বিকাশে গ্রহক হওয়ার জন্য আপনি যদি বিকাশে পেওনিয়ার থেকে টাকা আনেন তাহলে আপনি বিকাশের প্রতি লেনদেনে 2% বোনাস পাবেন। এই অফারটি চলবে 10 February To 10 March 2022
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার এই অফার চলাকালীন লেনদেনের কোনা লিমিট থাকবে না বলে জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার শর্তাবলী
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য ও আপনি যদি বিকাশের এই অফারে অংশগ্রহণ করবেন আর কতদিন থাকবে তা জানতে হলে আপনি বিকাশের ওয়েবসাইটে দেখতে পারেন।
পেওনিয়ার থেকে বিকাশ অ্যাপের মাধ্যমে পেওনিয়ার খোলা যাবে কিনা?
বিকাশে অ্যপ ব্যবহার করে আপনি পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন।পেওনিয়ারের ওয়েবসাইট থেকে ও পারবেন।যেভাবে আপনার সুবিধা হয়।
যেকোন বিকাশ গ্রাহকই কি এই সুবিধা ব্যবহার করতে পারবেন?
যাদের বিকাশ সচল আর যাদের বিকাশে ট্রাস্ট লেভেল 3 উপরে থাকবে তারা এই সুবিধা পাবেন।
একটি বিকাশ একাউন্টে সাথে কয়টি পেওনিয়ার একাউন্ট লিংক করা যাবে?
একটি বিকাশ একাউন্ট সাথে আপনি একটি পেওনিয়ার একাউন্ট এড করতে পারবেন।একটা পেওনিয়ারের টাকা আপনি একটা বিকাশেই উইথড্র করতে পারবেন।
আজকে এতটুকুই। পরে আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।