আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
ফেসবুক থেকে ইনকাম করার বা ফেসবুক এর কাজ করে ইনকাম করার নতুন একটা পদ্ধতি হচ্ছে চেটবোট তৈরি করা।আপনি এই কাজ গুলো ফাইবার, আপওয়ার্ক কিংবা ফ্রীলেন্সার সহ এরকম মার্কেট প্লেস এ প্রচুর পাবেন।
আমি আপনাদের একদম গাইড লাইন দিয়ে দিচ্ছি। আপনি এই পোস্ট টি দেখে ধাপে ধাপে কাজগুলো করবেন। তবে আপনি মুখস্থ করে কাজ করতে পারবেন না। কিভাবে চ্যাট নেট তৈরি করবেন তার নির্দেশনা নিম্নরুপ।
প্রথমে dialogflow.com থেকে ডাটাবেস তৈরি করতে হবে।
তারপর সাইন আপ করতে হবে।যেকোনো জিমেইল দিয়ে সাইন আপ করবেন। তারপর agent এ ক্লিক করব। তারপর create new agent এ ক্লিক করবেন।
তারপর চ্যাটবোট এর নাম দিতে হবে কোন স্পেস ছাড়া।তারপর ভাষা সিলেক্ট করবেন। টাইম জোন ঠিক করবেন।এগুলো করে ক্রিয়েট এ ক্লিক করলেই এজেন্ট তৈরি হয়ে যাবে। তারপর আমরা এজেন্ট সেটিংস এ গিয়ে সার্ভিস একাউন্ট + করে দিব।
এখন চলে যাব smal toolk এ। সেখানে সাধারণ প্রশ্ন গুলো এনেবল করে তার ইচ্ছে মত ৩/৪ টা উওর দিবেন।অনেকগুলো প্রশ্ন থাকবে সবগুলো উওর দিয়ে সেব এ ক্লিক করবেন।
তারপর intrans এ চলে যাবেন। সেখানে নিজের মত প্রশ্ন সেট করে নিজের মত উওর দিবেন।সবকাজ করার পর আবারও সেব এ ক্লিক করবেন।
তারপর Entities এ গিয়ে সিমিলার ওয়ার্ড গুলো লিখতে হবে। প্রথম এ Entities তৈরি করবেন। তারপর কাজ করবেন।
[ প্রথম এ সবগুলো প্রশ্ন সেট করবেন। তারপর রেসপন্স এ গিয়ে এড করব উওর। ]
আমরা ইনটেন্স থেকে,, ডিফল্ট ফলব্যাক ইন্টেন্স থেকে এমন এমন তথ্য ট্যাক্স সেট করব যাতে যা ডাটাবেজ এ নাই।
চ্যাটবোট তৈরি শেষ।।।।।।।
ফেসবুক এর সাথে চ্যাটবোট এর কানেকশন করতে হবে।।।
www.dvolopar.facebook.com এ যাব। তারপর মাই অ্যাপ। তারপর ক্রিয়েট অ্যাপ। তারপর অ্যাপ নেম,ইমেইল দিয়ে তৈরি করব।
অ্যাপ তৈরি হওয়ার পর অ্যাপ অপেন করে মেসেঞ্জার এ যাব।তারপর সেটআপ তারপর এ্ক্সেস টোকেন,,, পেজ এড এ যাব,,তারপর পেজ এড করব।
তারপর পেজ থেকে টোকেন জেনারেট করে কপি করতে হবে।
তারপর ডাইলক ফ্লো থেকে ইন্ট্রিরিগেশন,,ফেসবুক মেসেঞ্জার যাব। সেখানে টোকেন টা দিব,একটা কিছু লিখব ভেরিফাই এ, কল ব্যাক উআরএল কপি করব।তারপর স্টার্ট করে দিব।
তারপর মেসেঞ্জার এ গিয়ে কল ব্যাক লিংক আর ভেরিফাই লিখে সেব করব।
তারপর যাব এড সাব্সক্রিপশন এ। তারপ মেসেজেস এবং মেসেজিং পোস্ট ব্যাক অন করব। এড প্রিভিউ সেব।
পেজ এ মেসেজ বাটন এড থাকতে হবে।
আমাদের সব কাজ শেষ। এখন সবার জন্য চ্যাটবোট উন্মুক্ত করতে হবে।।।।।
এর জন্য ফেসবুক ডেভলপার থেকে সেটিংস, তারপর বেসিক এবং এডভান্স সেটিং এ কাজ করতে হবে ,,
এখানে প্রাইবেসি পলিসি, ট্রামস এন্ড কন্ডিশন,এবং অ্যাপ আইকন সেট করতে হবে। ক্যাটাগরিতে মেসেজ এবং টিক দিতে হবে। তারপর বিজনেস ভেরিফাই এ করে নিব।
যদি চ্যাটবোট এক্টিব না হয় ফেসবুক সাপোর্ট এ যাবেন।সেখানে থেকে সাহায্য নিবেন।
আপনি যদি বুঝতে না পারেন ইউটিউব এর আউটসোর্সিং ইনস্টিটিউট চ্যানেল থেকে এই কাজ টা দেখে নিতে পারেন।ভালো থাকবেন সবাই। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। আল্লাহ হাফেজ