আসসালামু আলাইকুম,
আশা করি আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি,
সুস্থ আছি।
বর্তমানে করোনা মহাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে সরকার কর্তৃক সব স্কুলের জন্য 21 সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।
আজকে আমার এই পোস্টটি আপনারা ষষ্ঠ শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর প্রশ্ন-উত্তর দুইটি পেয়ে যাবেন।
আপনারা নিচে় দেখে নিতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু যাক-
নিচের রচনাংশ টুকু চলিত রীতিতে রূপান্তর করো-
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন সেও ধবল রোগর মত কিছুই দিল না।
তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন।
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়েছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোন উপায় নাই।
যিনি তোমাকে তোমার চোখ ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি। যোনো আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি।
নির্দেশনা-
সাধু ও চলিত রীতির বৈশিষ্ট্য সমূহ জানতে পাঠ্যবইয়ের 7 নং পৃষ্ঠা টা পড়তে হবে।
রচনা অংশটুকু চলিত রীতিতে রূপান্তর করা হল-
তারপর স্বর্গীয় দূত আগে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মত একটি গাভী চাইলেন, সেও শ্বেত রোগীর মতো তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলে থাকো, তবে যেমন ছিলে তোমাকে আবার তেমনই করবেন।
তারপর স্বর্গীয় দূত আগে যে অন্ধ ছিল তার কাছে গিয়ে বললেন-আমি এক বিদেশী।
বিদেশী আমার সম্বল ফুরিয়ে গিয়েছে এখন দয়া ছাড়া আমার দেশে পৌছাবার আর কোন উপায় নাই। যিনি তোমার চোখ ভাল করে দিয়েছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাইতেছি। যোনো আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে, দেশে ফিরে যেতে পারি।
সবাইকে ধন্যবাদ।