Cheap price backlink from grathor: info@grathor.com

প্রেমিক প্রেমিকাদের জন্য ১৬ টি রোমান্টিক কথা, ডাইলগ, স্ট্যাটাস, ক্যাপশন

আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালোই আছেন। টাইটেল দেখে নিশ্চই আন্দাজ করতে পেরেছেন যে আজকের টপিক মূলত কি হতে চলেছে। যদি আপনি প্রেমিক প্রেমিকাদের নিয়ে রোমান্টিক সব উক্তি এবং ডায়লগ খুঁজছেন তবে একদম ঠিক জায়গায় এসেছেন। প্রেমিক প্রেমিকাদের জন্য ১৬ টি রোমান্টিক ডাইলগ থাকছে আজকের আর্টিকেলে। তবে আসুন ডায়লগ গুলো শুনে নেওয়া যাক।

প্রেমিক প্রেমিকাদের জন্য ১৬ টি রোমান্টিক ডাইলগ

  • ১. যখন কেউ প্রেমে পড়ে, তখন তারা কোন সঠিক বা ভুল সম্পর্কে চিন্তা করে না। প্রেমে পড়ার জন্য ভালোবাসাটাই যথেষ্ট।
  • ২. ভালোবাসার নাম এখনো ভালোবাসা। এটি কখনও পরিবর্তিত হয়নি আর কখনও পরিবর্তন হবেও না। এটির কোনো আলাদা নাম নেই।
  • ৩. কেমন করে চলে যাবে আমার কাছ থেকে, কেমন করে ভুলবে আমাদের হৃদয়কে, আমার যে সুবাস তোমার নিঃশ্বাসে, কি করে রাখবে নিজের নিঃশ্বাস?
  • ৪.নির্লজ্জ, অভদ্র, আত্মমর্যাদাশীল – কিন্তু ভালোবাসা আসলে এমনই হয়।
  • ৫. আমাদের মধ্যে এই দূরত্বটা আমার খুব ভালো লাগে, এটা না থাকলে আমার তোমার কাছে থাকার অজুহাত থাকাটা উচিত নয়।
  • ৬. ভালো যখন বেসেছি তোমায়, তখন মৃত্যু পর্যন্তই হৃদয়ে তোমার নামের জায়গাটা কারো হওয়ার নয়। তুমি ছিলে, আজও আছো আমার এই হৃদয়ে।
  • ৭. এখনকার প্রেমগুলো বড় অদ্ভুত তাইনা? এখন প্রেমিক প্রেমিকারা দেখানোর জন্য প্রেম করে। সত্যি বলতে তাদের মধ্যে মূল ভালোবাসার বোধ জেগে উঠে না। সত্যিকারের প্রেমগুলো দেখানোর মত হয়না, সত্যিকারের প্রেম তো হয় মনের সাথে মনের মিলনে।
  • ৮. তুমি আমার জীবন, তুমি আমার আনন্দের উৎস তাইতো তুমিই আছো এই সমস্ত হৃদয় জুড়ে।
  • ৯. আমি তোমাকে বলার চেয়েও বেশি ভালোবাসি। – (বেন ফোল্ডস)
  • ১০. তুমি যদি নিজের প্রতিজ্ঞায় অটুট থাকো, তবে আমি প্রমাণ করে দিবো এই পৃথিবীতে সত্যিকারের প্রেম এখনও জীবিত রয়েছে।
  • ১১.রোদ ছাড়া যেমন ফুল ফুটতে পারে না ঠিক তেমনি, প্রেম ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না।
  • ১২. আমি দেখেছিলাম, যে তুমি ঠিক ছিলে, তাই আমি তোমাকে ভালো বেসেছিলাম। তারপর আমি দেখলাম, যে তুমি ভুল কিন্তু আমি তোমাকে আরও বেশি ভালোবেসেছি। ভালোবেসে আমি চেষ্টা করেছি তোমার ভুলগুলো শুধরে দেওয়ার।
  • ১৩. তোমার আমার প্রেমের শর্ত হলো ‘যেমনই হয়ে যাক না কেন, কখনো কেউ কাউকে ছেড়ে যাবো না’ ।
  • ১৪. যখন তুমি বুঝতে পারবে যে তুমি তোমার বাকি জীবন অন্য কারো সাথে কাটাতে চাও তখন তুমি চাইবে তোমার বাকি জীবন যত তাড়াতাড়ি সম্ভব শুরু হয়ে যাক।
  • ১৫. জীবনে বেচেঁ থাকার জন্য অক্সিজেন এর পাশাপাশি আমার তোমার সঙ্গ চাই।
  • ১৬. তুমি যদি কথা দাও সারাজীবন পাশে থাকবে, তাহলে সারাটা জীবন তোমার সাথে কাটাতে আমার সমস্যা নেই।

বন্ধুরা এই ছিল প্রেমিক প্রেমিকাদের জন্য ১৬ টি রোমান্টিক ডাইলগ। আশা করছি ভালো লেগেছে, আল্লাহ হাফেজ।

Related Posts

8 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No