কথাই বলা হয়ে থাকে প্রেম, নাকি ফুলের থেকেও পবিত্র। আসলে তাই কিনা আমি সেটা আসলে সঠিক জানিনা। কিন্তু বর্তমান সময়ে যে প্রেম ভালোবাসা চলছে তাতে ফুলের মত পবিত্র তো দূরের কথা প্রেমে বর্তমান সময়ে অশ্লিল কাজকর্ম হয়ে থাকছে। বর্তমানে প্রেম মানেই শুধু অশীল কাজকর্ম প্রেমের নামে তো কোন কথাই নেই শুধুমাত্র অশ্লীল কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে প্রেমিক-প্রেমিকা নামক এই লোক গুলো। তাছাড়া বর্তমানে রয়েছে প্রেম করো সেক্স করো না হইলে একটা ছেড়ে আরেকটা ধর। শুধু কি তাই বর্তমান প্রেমে একজনের সাথে আরেকজন শারীরিক মিলন করার পরেই তারা প্রেমকে বাদ করে দেয়। অর্থাৎ যার সাথে সেক্স করলো বা শারীরিক মিলন করলো তাকে ছেড়ে আর একজনের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে দেয়। এটাই হলো বর্তমান প্রেমের অবস্থা। কিন্তু বর্তমান প্রেম নিয়ে অনেকে অনেক কথাই বলে থাকে কেউ বলে ছেলেরা সব থেকে বেশি ধোকা দেই। আবার ছেলেরা বলে মেয়েদের দোষ বেশি। তাই বর্তমানে একের দোষ অন্যর উপর চালিয়ে দেই কিন্তু একটা বিষয় বলা মুশকিল কে সবথেকে বেশি ধোকা দেয় ছেলে না মেয়ে আর এই বিষয় নিয়ে কিছুটা জানবো আজ কারা বেশি সবথেকে প্রেমে ধোকা দিয়ে থাকে:: প্রেমে পড়ার বিষয় একেকজনের একেকরকম কেউ প্রথম দেখেই প্রেমে পরে, আবার কেউ দেখতে দেখতেই প্রেমে পড়ে অর্থাৎ তার পাশে যদি মেয়েটা নিয়মিত আছে বা থাকে তাহলে তার প্রেমে পড়ে, তবে এই প্রেমে পড়ার বিষয়টা দুজনের কিন্তু সম্মতি হয়ে ওঠে যদিও প্রথমে কেউ বলো আমি তোমাকে ভালোবাসি অপরজন তখন সাথেই সম্মতি দেওয়ার ফলে দুজনের ভিতর প্রেমের সৃষ্টি তৈরি হয়। এখন বেশি ধোকা দেয় ছেলে না মেয়ে তবে আমি দুটোর একটাতেও সম্মতি দিব না ছেলেরা ধোকা দেই বেশি না মেয়েরা। কারণ কোন মেয়ে যদি কোন ছেলের প্রেমে পড়ে তাহলে সেই ছেলেকে হয়তো প্রথম দিকে অনেকটা বেশি ভালোবাসে আস্তে আস্তে ভালবাসতে যখন বেশি সময় পার করে ফেলে। অর্থাৎ ছেলেটা যদি মেয়েটার খোঁজ খবর নেয়া টা একটু কম করে দেই তার দেখভাল এটা একটু কম করে দেই তাহলে ছেলেটার উপর মেয়েটার একটু টান কমে যায় অর্থাৎ মেয়েটা আশেপাশে যদি কোন ছেলে তাকে প্রস্তাব দেই বা মেয়েটা যদি আশেপাশের আর কোন ছেলেকে দেখে ভাল লেগে যায়। তাহলে সেই মেয়েটা ওই ছেলেটাকে ছেড়ে অন্য একটা ছেলের প্রেমে পড়ে যাবে এটা স্বাভাবিক একটি বিষয়। কারন যখন তার অন্য পারে ছেলেটি তার কোন গুরুত্ব দিচ্ছে না তখন সে অন্যের প্রেমে পড়বে এটা স্বাভাবিক। অন্যদিকে ছেলেরা যদি কোন মেয়েকে ভালোবাসে সেই মেয়েটা যদি আস্তে আস্তে তার খোঁজ-খবর নেয়া কম করে দেই ছেলেটা যদি অন্য একটি মেয়ের সাথে অর্থাৎ প্রথম দেখায় যদি ভাল লেগে যায় এবং তার সাথে চোখাচোখি হয়ে যায় তাহলে ছেলেটি আগের মেয়েটির ছেড়ে নতুন মেয়েটা কেই বেছে নিবে। প্রেম করার জন্য মূলত ভালো লাগা থেকেই সৃষ্টি হয়ে যায়। আর সব থেকে বড় কথা হল বর্তমান ছেলেমেয়েরা প্রেম অর্থাৎ বিয়ে করার জন্য প্রেম ভালোবাসা করে না তারা মূলত সেক্স বা শারীরিক মিলন করার জন্যই প্রেম করে থাকে। একাধিক জনের সাথে। তাই এই বিষয়ে আমি কাউকে দোষারোপ করব না যে ছেলেরা আগে বেশি ধোকা দেই না মেয়েরা বেশী ধোঁকা দেয়। প্রেমের ব্যাপারে হয়তো কোন ছেলেমেয়ে বিষয়ে ভিন্ন থাকতে পারে অর্থাৎ কেউ মন দিয়ে ভালোবাসতে পারে। অথবা কেউ শুধু দেখানোর জন্য ভালবাসতে পারে এটা ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং তাই প্রেমের ক্ষেত্রে ছেলে-মেয়ে দুজনার ধোকা দেওয়ার ক্ষেত্রে সমান অবদান রয়েছে এটা বলে আমি মনে করি।।
Th♥nks all