ফাগুনের আগমনে
ফাগুনের হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যে, মনে ও আগুন অনেকের। ফাগুনের শীতল হাওয়া মনে জাগায় প্রেম,জাগায় ভালোবাসা,জাগায় নতুনের স্বপ্ন। এ ফাগুনকে নিয়ে কত কবির কত ভাব, কত প্রেমিকের কত প্রেম।
বিশ্বকবি তো বলেই গিয়েছেন, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান…. এ ফাগুনের হাওয়াও আসলে দান করা হয় প্রেম, দান করা হয় প্রীতি।
ফাগুনকে আপনিও আপন করে নিতে পারেন। আপনার ভালোবাসার মানুষটিকে বলতে পারেন নতুন করে ভালোবাসার কথা। প্রিয় মানুষটিকে সাঁজাতে পারেন নতুন সাঁজে, আপনি ফাগুনের রং এ নিজেকে রাঙ্গাতে পারেন।
ফাগুন আসলে এক বৈচিত্রময়ী রুপ প্রকৃতির বুকে। উদাস করে তোলে আমাদের। কি যেন এক সুর বাজে সবার প্রাণে, এই সুরের তালে নাচতে থাকে মন, এই সুরে দুলে উঠে হৃদয়।
কোকিলের ডাকে অনেক না পাওয়াকে, পাওয়া হয়ে উঠে। এমন সুমধুর সুরের গান উতলা করে তোলে। কবিরা ও বলে গেছেন, আমায় উদাসী বানাইয়া গেলো বসন্তেরই কালে গো! আসলেই এই বসন্তে কত ভাবে উদাসী বানিয়ে যায় আমাদের! এই উদাসীনতাই প্রেম, এই উদাসীনতাই ভালোবাসা।
ফাগুনের পলাশ ফুলে কি এক অপরুপ সৌন্দর্য,যা আমাদের বিমোহিত করে তোলে। এই ফুলে প্রকৃতি সাজে নতুন ভাবে, নতুন রং এ। ঋতুরাজ বসন্ত কি আর এমনিতেই বলে! এই ঋতুরাজ যেন রাজত্ব করে সবার হৃদয় রাজ্যে। এই ঋতু রাজ আমাদের করে প্রকৃতির দাস।
বসন্ত যে এসে গেছে! নিজের পরিকল্পনা সাজিয়ে নিন প্রিয় মানুষকে সাথে। জীবনের যত বসন্ত আসে, সব থেকে আলাদা ভাবে আবিষ্কার করুন নিজেকে। বসন্ত যে আপনারই, সাজিয়ে নিন নিজের মত করে।
বসন্তের প্রথম দিনে, প্রিয় মানুষের হাতে তুলে দিন বাসন্তী ফুল, দেখবেন জীবন কত সুন্দর। জীবনের ভালো দিন গুলোকে উপভোগ করতে চাইলে বসন্তের বিকল্প নেই। বসন্ত আপনাকে দিবে নতুন নতুন অভিজ্ঞতা, বসন্ত আপনাকে দেবে জীবনের সাধ।
বসন্ত সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। প্রেমময় হয়ে উঠুক পৃথিবী, ভালোবাসার নির্যাস নিয়ে বেঁচে থাকুক প্রতিটি প্রাণ, বাসন্তী রং এ মেতে উঠুক সবাই, প্রত্যাশা এটুকুই আমাদের।
বসন্তের রং লাগুক সবার হৃদয়ে, আমের মুকুলের গন্ধে আকুল হোক প্রাণ।