ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়েও আইসিসিকে অবহিত না করার অভিযোগে ২০১৯ সালের অক্টোবর মাস থেকে সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করছেন বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্স করে দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর দেশের ক্রিকেটারদের বিভিন্ন দাবি-দাওয়া ও চাহিদা নিয়ে আন্দোলন করে দারুণ আলোচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ঠিক এরপরই হঠাৎ জুয়াড়ির খপ্পরে ফেঁসে যাওয়ার খবরে শোকগ্রস্ত হয়ে পড়েছিল বাংলাদেশের ক্রিকেটপাগল সকল সাধারণ জনগণ। প্রিয় খেলোয়াড়কে মাঠে দেখতে না পাওয়ার কষ্টে আফসোস করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতে তার সমর্থনে জোয়ার সৃষ্টি হয়েছিল। রাস্তায় রাস্তায় পোস্টারিং হয়েছে তাকে সমর্থন করে। অনেক মানুষ ক্ষোভ ঝেড়েছে বিসিবির উপর। কেউকেউ রাগে ফুঁসেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনকে দোষী সাব্যস্ত করে। দেখতে দেখতে চলে গেছে দীর্ঘ ১০ মাস। সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল দেশে ও দেশের বাইরে খেলেছে বিভিন্ন ফরম্যাটের বেশ কয়েকটি সিরিজ।
এদিকে করোনা মহামারীর কারণে এ বছরের মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের ক্রিকেট খেলা। খেলোয়াড়েরা কাটিয়েছেন কর্মহীন অবসর জীবন। মাঠে খেলা না থাকায় দর্শকরা মিস করেছেন তাদের প্রিয় ক্রিকেটকে এবং প্রিয় খেলোয়াড়দের। মাঝে একটি লম্বা বিরতি গিয়েছে ক্রিকেটের। তবে খুশির খবর হল, আসছে সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর নিশ্চিত হয়েছে। সেখানে টাইাররা তিনটি টেস্ট সিরিজ খেলবে। সফর শুরুর সম্ভাব্য তারিখ ২৩শে সেপ্টেম্বর। জাতীয় দলের সদস্যরা ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। প্রস্তুতি নিচ্ছেন সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করার। আছেন হাই পারফর্ম্যান্স টিমের সদস্যরাও। করোনার কারণে সতর্কতার জন্যে এবার বিরাট বহর নিয়ে শ্রীলঙ্কা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। পাইপলাইনে থাকবেন অনেক ক্রিকেটার। তাই খেলোয়াড়দের নিজেদের মধ্যে প্রতিযোগিতাটা অনেক বেশি। সবাই চেষ্টা করবেন জাতীয় দলে স্থান করে নিতে।
শাস্তির মেয়াদ শেষের দিকে। নিজেকে জাতীয় দলের জন্য প্রস্তুত করতে চান সাকিব আল হাসান। জানা গেছে,পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব এই সেপ্টেম্বরেই দেশে ফিরে আসবেন। তিনি অনুশীলন শুরু করবেন বিকেএসপির মাঠে। বিসিবির কর্মকর্তারা বলছেন আগামী ২৯শে অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকেই তাকে জাতীয় দলে যুক্ত করা হবে, হয়তো শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেই মাঠে দেখা যাবে বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে।
একদিকে মাঠে ফিরছে ক্রিকেট, আরেকদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন সাকিব আল হাসান। ক্রিকেটপাগল ভক্ত, অনুরাগীদের জন্যে নিঃসন্দেহে তা আনন্দের সংবাদ।
দীর্ঘ বিরতির পর সাকিব কি পারবেন পূর্বের ফিটনেস ফিরে পেতে? বাংলাদেশ দল কি পারবে শ্রীলঙ্কা সফরে তাদের সর্বোচ্চ পারফর্ম্যান্স উপহার দিতে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদেরকে অপেক্ষা করতে আরো কিছু দিন।