Cheap price backlink from grathor: info@grathor.com

ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করুন । মোবাইল দিয়ে ।

আসসালামু আলাইকুম সম্মানিত ভিজিটরস বিন্দু। আশা করি আপনারা সবাই ভালো আছেন? আমি সাথী চৌধুরী, গ্রাথোর ডট কম এর নতুন রাইটার।আর এটা আমার এখানে দ্বিতীয় পোস্ট, আশা করি সবাই উপভোগ করবেন। আগের পোস্টে আপনাদের সমর্থন পেয়ে এবার দ্বিতীয় পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আর আমাকে আবারো সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে আরো ভালো ভালো পোস্ট নিয়ে হাজির হতে পারি।

আজকের পোস্ট কি বিষয়ে সেটা নিশ্চয়ই আপনি টাইটেল দেখেই বুঝতে পারছেন?

আজকের পোস্টের বিষয় হলোঃ ” মোবাইলের মাধ্যমে ফেসবুক পেইজের জন্য খুব সুন্দর ভাবে লোগো তৈরি “ তো চলুন কথা না বাড়িয়ে পোস্ট এর মূল বিষয়ে আশা যাক……..

যা যা প্রয়োজন হবেঃ

  • এন্ড্রয়েড ফোন 
  • পিক্সেল-লাব অ্যাপ্লিকেশন
  • বাংলা স্টাইলিশ ফন্ট
  • আর এই পোস্টটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভালো করে পড়া। 

কিভাবে শুরু করবো?

প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ দিন PixelLab Apps লিখে৷ তারপর অ্যাপটি ডাউনলোড করে নিন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য অ্যাপটি আপনার ফোনে অটো মেটিক ইন্সটল হয়ে যাবে।

এখন আপনার প্রয়োজন বাংলা স্টাইলিশ ফন্ট। আপনি গুগলে হাজার হাজার ফন্ট পেয়ে যাবেন ফ্রি তে। এর জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ দিন Lipighor.com লিখে। তারপরে ওই ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দ মতো ফ্রি ফন্ট ডাউনলোড করে নিন। এরপড়ে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ এ গিয়ে fonts নামে একটা নতুন ফোল্ডার তৈরি করে তাতে আপনার ডাউনলোড করা ফন্ট আনজিপ করে পেস্ট করুন।

সবকিছু ঠিকঠাক থাকলে এবার একটু আগে ইন্সটল করা PixelLab apps টি ওপেন করুন৷ সেখানে যা যা পারমিশন চায় দিয়ে দিন। কোনো ভয় নেই কারণ এটা ১০০% ট্রাস্টেড অ্যাপ। এরপর একটা ১০২৪×১০২৪ মাপের ব্যাকগ্রাউন্ড নিন। এরপর তার উপর তিনটি গোল আকারের মোট তিন কালারের শেফ নিন, শেফ গুলো নেওয়া হয়ে গেলে আপনি সেগুলো সঠিকভাবে ব্যাকগ্রাউন্ডের উপর সাজিয়ে নিয়ে তাতে আপনার ইচ্ছামতো new text অ্যাড করুন। লেখা গুলোয় কালার করে সেগুলো আপনি ওই গোল শেফ গুলোর উপর সঠিক মাপে বসিয়ে দিন। দেখুন কি চমৎকার লাগছে!!

ব্যাস!! হয়ে গেলো আপনার সোশ্যাল মিডিয়ার লোগো।এবার আপনি লোগোটি আপনার ফোনে সেইভ করে নিন।

যদি আপনি পোস্টি না বুঝে থাকেন তবে নিচের লিংক থেকে লাইভ ভিডিওটি দেখে নিন। ★ লাইভ প্রিভিউ ট দেখতে এই লিংক এ ক্লিক করুন>> LIVE DEMO

ধন্যবাদ এতোক্ষন পর্যন্ত পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য। পোস্টটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন । আবারো আসবো নতুন কোনো টিউন নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন-স্বুস্থ্য থাকুন। খোদা হাফেজ।

Related Posts

3 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No