Cheap price backlink from grathor: info@grathor.com

ফেসবুক স্টোরি ক্যাপশন, স্টাইলিশ স্ট্যাটাস, ছন্দ

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকের বিষয়ঃ ফেসবুক স্টোরি ক্যাপশন, স্টাইলিশ স্ট্যাটাস, ছন্দ । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

ফেসবুক স্টোরি ক্যাপশন, স্টাইলিশ স্ট্যাটাস, ছন্দ

১.কষ্টের জীবনে সুখ নামে মাত্র আসে,
মন খারাপের ফানুসগুলো মিটমিটিয়ে হাসে।
তোমার মনে দুঃখ পাহাড় কালো দেখায় বুঝি?
তবু আমার মন তোমার ওই কালো রঙই খোঁজে।

২. মেঘের মাঝি হয়ে কেনো বৃষ্টি হয়ে ঝরো?
রাত পোহালেই স্বপ্ন থেকে হারাও কেন বলো।
ভালোবাসার অন্ধ মোহে চেয়ে নিলে আমায়,
চিলেকোঠার ছোট্ট ঘর কেনো বিষাদের গন্ধ ছড়ায়?

৩. ঝুম ঝুম বৃষ্টির রিনরিন নাচ,
অবাধ্য ব্যাঙের নেই কোনো কাজ।
খিচুড়ি আর সরষে ইঁলিশে মন আনচান,
তুমি বিহীন আমার বর্ষায় নেই কোনো প্রাণ।

৪. বেকারের জীবন তো খেলনা পুতুল,
খায় দায় ঘুমায় আর মানুষের কথা শোনে।
প্রেমিকার পেয়ালায় পুরনো দিনের ঘাস, ফুলের চাষ নেই, কোনো গন্ধ নেই, আছে শুধু এক জগৎ হতাশ।

৫. আমার একটা ঘর থাকবে, নীল অপরাজিতায় মোড়ানো!
আমার একটা বিছানা থাকবে বেলি ফুলের গন্ধ ছড়ানো!
আমার একটা জানালা থাকবে জ্যোৎস্নায় আলপনা আঁকা।
আমার একটা পুকুর থাকবে তারার ছায়া পড়া!
আমার একটা জগৎ থাকবে শুধু তোমার আলোয় ভরা।

৬. তোমার মনে আলতো ছোঁয়ায় হাত দিলাম যেদিন, টুপ করে একটা কদম ফুলের ছোঁয়া পেলাম।
বুঝলাম তুমি নরম, তুমি স্নিগ্ধ!
হালকা কষ্টে তুমি ভেঙেচুরে যাও,
বর্ষার জলে আরো কমল হয়ে রও কৃষ্ণচুড়ার মতন।
দেখেই শান্ত চোখ, ভালবাসি ইচ্ছে যখন।

৭. তোমার পাড়ায় যখন তীব্র খড়া, আমায় ডাক দিও;
অশান্ত মেঘের কুন্ডলী পাকিয়ে অঝর ধারায় নামবো।
ভীষণ জ্বড়ে পুড়বে যখন একটা মেসেজ দিও,
ভালোবাসার জলপট্টিতে তোমার অসুখ আমার করে নেবো।

৮. সেবারের পূজায় পাটভাঙা শাড়িতে তোমার আদরের ছোঁয়া ছিলো, কুচিতে খুঁনশুটি।
অবেলায় এলো চুলে তোমার মুগ্ধতা ছিলো, আদরে পরিপাটি।
যত্নের সিঁদূরে রাঙা সিথিতে তোমার ঠোঁটের ভাষা ছিলো, টকটকে ভালোবাসা।

এবারেও পূজোর গন্ধ আছে, পাটভাঙা শাড়ি আছে,
তোমার গায়ের গন্ধ আছে।
শুধু সিথিতে সিঁদূর নেই!

জীবনের একবেলা সাদা থানেই ডুবে গেলো।

৯. চেয়েছি শান্তি, পেয়েছি ক্লান্তি!
দেখেছি আকাশ, পেয়েছি পাতাল!
যেখানে কথা শুন্য!
বুঝেছি অভাব, খুঁজেছি রত্ন,
বন্য হাসিতে জীবন অরন্য।

১০. এক টুকরো জীবনে অবিরাম স্মৃতি এনে দেয় সুখ!
দূরের গ্রহ কথা বলে, সুখতারার প্রেমে নাকি তারাও অচল। বলেছিলো জীবন, এ কেমন সুন্দর! শুধুই অশান্তির শিহরণ।
জাগানো ঘুমে নির্ঘুম কল্পনায় কেন কাটে দিন?
কেনো মিষ্টি বিকেল নয়! কেনো চিরশত্রুরা মরে কাপুরুষের মতো।

১১. তুমিহীন আমার কল্পনায় ভীষণ ভাটা! আসবে বলে এলে না কেন?
হারানো জ্ঞানে আসতে এই ঘরে, এই জীবনে। আজ কল্পনাতেও বাধা?

১২. যখন কাউকে মনে থেকে ধরে রাখতে চাও, তাকে দেখিয়ে যাও যত্ন আর সম্মান কাকে বলে।

১৩. ভালোবাসা হলো অবাধ্য সুর, মায়া, কান্না।
প্রেম তো শুধু মোহ। ভালোবাসলে কাউকে ছাড়া যায় না।
কিন্তু প্রেম কেটে যায় অন্য প্রেমে।

১৪. মানুষের প্রেমে পড়ার চেয়ে প্রকৃতির প্রেমে পড়া ভালো,
দিনশেষে প্রকৃতিরই জয় হয়।

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

9 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No