Cheap price backlink from grathor: info@grathor.com

ফোনের লোকেশন অন রাখলে যেসব ক্ষতি হতে পারে !

আমরা সকলেই জানি যে ফোনের লোকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটার রয়েছে অনেক সুবিধা যেটার মাধ্যমে আমরা দূরত্ব মাপতে পারি অর্থাৎ যে কত দূরে আছে এবং কোন এলাকায় আছে। তাছাড়া এই লোকেশন অন করার মাধ্যমে আমরা গুগল ম্যাপের মাধ্যমে বুঝতে পারি আমরা কোন খানে আছি। এবং কোন নেটওয়ার্কের আওতায় আসি এবং আমরা যদি কোন গন্তব্যে যেতে চায় তাহলে এই লোকেশন অন করার মাধ্যমে যে গন্তব্যে যেতে চাই সেটা, চিহ্নিত করার পর আমরা বুঝতে পারি সেটা দূরত্ব কতদূর।। এবং লোকেশন অন করার মাধ্যমে সেটা কত কিলোমিটার তা সহজেই বুঝতে পারি। তোর দেখে নেয়া যাক ফোনের লোকেশন অন করার মাধ্যমে আমাদের কি কি ক্ষতি হতে পারে। আমরা না জেনে অনেক সময় লোকেশন অন করে থাকি এর কারণে আমাদের নানা রকম তথ্য বিভিন্ন জায়গায় চলে যায়।।

তথ্যগুলো অন্য কোথাও যাওয়া !

কারণ বা অকারণে আমাদের ফোনের লোকেশন চালু বা লোকেশন অন করা থাকে। এই জন্য লোকেশন যদি অন করা থাকে তাহলে অনেক সময় আমাদের ফোনের ডিভাইস এই তথ্যগুলো অথবা আমাদের ফোনের সব তথ্য গুলো অন্য কোথাও দিয়ে দেয়। সুতরাং আমাদের বিপদ ডেকে আনতে পারে বা বিপদ হতে পারে। কারণ ফোনে লোকেশন অন থাকলে যদি কেউ আপনার ফোনটা ট্রাক করে তাহলে আপনার স্থানসহ জায়গার নাম তার কাছে চলে যায়। যদি ফোনের লোকেশন অন থাকে তাই ফোনে লোকেশন অন করা থেকে বিরত থাকব অপ্রয়োজনীয়’ লোকেশনগুলো চালু করব না।

অতিরিক্ত অ্যাপস ব্যবহার করা !

আমরা নানা ধরনের কাজকর্ম করার জন্য আমাদের ফোনে বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস গুলো ব্যবহার করে থাকি। অনেক সময় এমন ধরনের অ্যাপস থাকে সেগুলোর মাধ্যমে আমাদের ফোন হ্যাক করা সম্ভব। অর্থাৎ আমাদের ঐ সমস্ত সফটওয়্যার ইন্সটল করে থাকি তখন বিভিন্ন পারমিশন অর্থাৎ আমরা দিয়ে দিই না বুঝে। অনেক সময় লোকেশন অন হয়ে থাকে তার কারণে সুতরাং আমাদের ফোনের তথ্য গুলো সব সফটওয়ারগুলো নেয় এবং আমাদের বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে পারে এই লোকেশন অন করার মাধ্যমে।।

  1. পারমিশন বা এলাও না দেওয়া

আমরা হুট করেই বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস বা কোন পারমিশন চায় সেটা হুটহাট করে এলাও বা পারমিশন করে এমনকি লোকেশন অন চাইলেও সেগুলো লোকেশন অন করে দিই। যেখানে আমাদের সমস্যার কারণ সেটা হল সফটওয়্যার গুলো আমাদের তথ্য তখনই হাঁটিয়ে নিয়ে যায় যখন আমরা সব পারমিশন এলাও করে দিই। তাই অতিরিক্ত সফটওয়্যার অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকবো এবং কোন কারণে ভুলেও সফটওয়্যার বা অ্যাপস এর পারমিশন গুলোর লেখাগুলো পড়ে পারমিশন দিবো।।

 

 

 

 

 

 

 

 

 

Related Posts

4 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No