হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটা টিপস শেয়ার করব যেটার মাধ্যমে ধরুন আপনার ফোনটি চুরি হয়ে গেলে আপনাদের কোন জিনিসটা আপনাদের আগে প্রয়োজন। আপনাদের ফোনটা চুরি হয়ে গেলে অথবা হারিয়ে গেলে সর্বপ্রথম আপনারা পুলিশের কাছে যান পুলিশ আপনাদের কাছে একটি নাম্বার চায় সেই নাম্বারটি হল আইএমইআই নাম্বার। আজকে আমি আপনাদের বলব কিভাবে এই আইএমইআই নাম্বারটি খুব সহজে আপনার ফোন থেকে বের করবেন (যে কোন ফোনে) এবং সেটি সংগ্রহ করে রেখে দিতে পারবেন। এই আইএমইআই নাম্বারটি বের করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ডায়াল প্যাডে চলে যাবেন এবং ডায়াল পেটে গিয়ে লিখবেন *#০৬#
এই কোডটি ডায়াল করার সাথে সাথে আপনাদের ১৫ ডিজিট করে ২টি আইএমইআই নাম্বার বের হয়ে আসবে ঠিক নিচের ছবির মত ↓↓↓
এটি আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন হোক নোটপ্যাডে হোক খাতায়। তো বন্ধুরা এটি সংগ্রহ করে রেখে দিলে আপনার ফোন যদি হারিয়ে অথবা চুরি হয়ে যায় তাহলে আপনি পুলিশের কাছে গিয়ে সহজেই এই নাম্বারটি দিয়ে ট্র্যাক করতে পারবেন আপনার ফোনটি এবং সহজেই খুঁজে বের করতে পারবেন।