আশা করি সবাই ভালো আছেন।আমরা যদি ফ্রিল্যান্সিং করার কথা ভাবি বা ফ্রিলান্সার হতে চাই তাহলে প্রথমেই ভাবতেই হয় কাজ শিখা নিয়ে।কারণ ফ্রিল্যান্সিং করতে হলে কাজ শিখা ছারা সফল হওয়া যায় না।কাজ শিখার জন্য দরকার মাদের ভালো মানের ট্রেনিং সেন্টার।যেগুলো থেকে আমরা ভালো ভাবে শিখতে পারবো।আর এই সুযোগ ব্যবহার করে বাংলাদেশের অনেক ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে।যারা কিছু টাকা ইনকাম করেই ট্রেনিং সেন্টার খুলে বসে রয়েছে।এবং ঠিকভাবে কাজ শিখাতে পারে না।ফলে অনেক জায়গায় প্রতারিত হয়ে ফ্রিল্যান্সিং করার আশা ছেরে দিচ্ছে অনেক তরুণ ছেলে-মেয়েরা।আজকে আমি আপনাদের ৩ টি প্রশ্নের উত্তর দেবো।যেগুলো কিনা ফ্রিল্যান্সিং করার সবথেকে গুরুত্বপূর্ণ।
১.কিভাবে ট্রেনিং সেন্টার নির্ধারন করা উচিত?
–ট্রেনিং সেন্টার নির্ধারন করার আগে দেখুন সে ট্রেনিং সেন্টারের মালিক একজন ফ্রিল্যান্সার কিনা।যদি সে একজন ফ্রিল্যান্সার হয়ে থাকে তাহলে সে মাসে কত টাকা ইনকাম করে?সে যদি টাকা ইনকাম করতে না পারে তাহলে আপনাকে কিভাবে টাকা ইনকাম করার পথ দেখাবে।তাই তাকে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু প্রশ্ন করুন তাহলে তার উওর গুলোই আপনাকে সেই ট্রেনিং সেন্টারে যাওয়া উচিত কিনা তা বুঝে যাবেন।
২.বাংলাদেশের কয়েকটি ভালো ট্রেনিং সেন্টার কি কি?
–বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে যেগুলোর মধ্যে বেস্ট হলো কোডার্স ট্রাস্ট বাংলাদেশ,সফট টেক আইটি,ক্রিয়েটিভ ইন্সটিটিউট।এখন এদেরকে জনপ্রিয় বলার কারন হলো এই সেন্টারগুলো থেকে প্রচুর সফল ফ্রিল্যান্সার বের হয়েছে।তাদের গুগলেও অনেক ভালো রিভিউ আছে।এবং তারা অনেক ভালো ট্রেনিং দিয়ে থাকে।যারা ট্রেনিং গুলো করায় তারা অনেক দক্ষ।এবং এদের গ্রুপে যারা ট্রেনিং করেছে তাদের ইনকামের স্ক্রিনশট দেওয়া আছে।
৩.ট্রেনিং সেন্টারে না গিয়ে ফ্রিল্যান্সিং শিখা সম্ভব।
–অবশ্যই সম্ভব।আপনি ইউটিউবে ভিডিও দেখে ও কাজ শিখে ইনকাম শুরু করতে পারেন।কিন্তু ইউটিউব ভিডিও দেখে শিখার জন্য আপনার নিকের ইচ্ছাশক্তির পরিক্ষা দিতে হবে।আপনি সেরকম গাইড পাবেন না।তবে ট্রেনিং করলে আপনি ভালোভাবে শিখতে পারবেন।তবে যদি আর্থিক বা অন্যান্য সমস্যা থাকে।এর জন্য ফ্রিল্যান্সার হওয়া থেমে থাকবে না।আপনি ইউটিউবে প্রচুর ঘাটাঘাটি করে শিখতে পারেন।এরকম অনেক মানুষ আছে যারা শুধু ভিডিও দেখে কাজ শিখে ভালো আয় করছে।
ফ্রিল্যান্সার হতে হলে ট্রেনিং সেন্টারের যেই প্রশ্নগুলো আছে সেইগুলার উত্তর পেয়ে গিয়েছেন।এখন থেকে আপনি ফ্রিল্যান্সিং কোচিং সেন্টার নিয়ে প্রতারণার মুখামুখি হতে হবে না।আর আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সুন্দর হোক, ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।