পার্থিব জগতের মতো অনলাইন জগতেও এখন ইনকামের ছড়াছড়ি। একে জানতে হয়, বুঝতে হয়। অনলাইন ইনকামের অনেকগুলো মাধ্যমের মধ্যে শ্রেষ্ঠ মাধ্যম হলো পিটিসি সাইট থেকে কোনো প্রকার বিনিয়োগ ও ঝুঁকি ছাড়া ইনকাম করা। তাই, পিটিসি সাইট নিয়ে আজকের আলোচনা।
পিটিসি সাইটঃ
পিটিসি বলতে বুজি পেইড টু ক্লিক অর্থাৎ প্রতি ক্লিকের বিনিময়ে অর্থ প্রদান করা হয় ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখার বিনিময়ে পিটিসি সাইট নগদ অর্থ প্রদান করে। এই সাইটে বিভিন্ন প্রোডাক্টের প্রোমোশন বা সাইটে ভিজিটর বাড়ানোর জন্য বিজ্ঞাপন প্রচার করে থাকে। এই বিজ্ঞাপন দেখে পিটিসি সাইট থেকে আয় হয়।
অনলাইন থেকে আয় করার জন্য পিটিসি সাইটই সবচেয়ে উত্তম ও সহজ। এই কাজটি বাড়িতে বসে কোন প্রকার নগদ টাকা বিনিয়োগ করা ছাড়াই টাকা আয় করতে পারেন।
এজন্যই ফ্রিল্যান্সিংয়ে পিটিসি সাইট সবচেয়ে উত্তম ও জনপ্রিয়। নির্দিষ্ট পিটিসি সাইটে অ্যাকাউন্ট খুলে বা সাইনআপ করেই এখান থেকে আয় করা যায়। সুতরাং, সাইনআপ বা অ্যাকাউন্ট করুন আর প্রতিদিন বিজ্ঞাপন দেখতে থাকুন। এবার, অনলাইন থেকে আয় করুন যত ইচ্ছা ততো।
যে যে পিটিসি সাইটে কাজ করা উত্তমঃ
ইন্টারনেট জগতে বর্তমানে হাজার হাজার পিটিসি সাইট আছে। যে কোনো পিটিসি সাইটে কাজ শুরু করার আগে প্রথমে ভালভাবে জেনে বুঝে তারপর শুরু করা ভালো। কারন অনলাইনের বেশিরভাগ পিটিসি সাইট ভুয়া বলে প্রমানিত। কারন, তারা ইউজারদের ঠিক ঠাক মতো পেমেন্ট করে না। তাই কোনো পিটিসি সাইটে কাজ করতে চাইলে ভালোভাবে জেনেশুনেই করুন।
পিটিসি সাইটের সুবিধাঃ
এখানে কোনো টাকা ছাড়াই অ্যাকাউন্ট করে কাজ করা যায়। যেকোনো স্থানে থেকেই কাজ করা যায়। বাড়িতে বসে কাজ করার সুবর্ন সুযোগ। নিজের পছন্দমতো সময়ে কাজ করা যায়। অন্য যে কোন জায়গায় গিয়েও কাজ করা যায়। পূর্ব কোন দক্ষতার প্রয়োজন নেই। বিনিয়োগ করতে হয়না। একসাথে একের অধিক পিটিসি সাইটে কাজ করা যায়।
আনলিমিটেড ইনকাম করার সুবিধা।