মার্কেটিং যে শুধুমাত্র ব্যবসা এর ক্ষেত্রে ব্যবহৃত হয় তা কিন্তু নয়। মার্কেটিং এমন এ একটি বিষয় যা কাজে লাগে ফ্রীল্যান্সিং এর ক্ষেত্রেও। ফ্রীল্যান্সিং এ মার্কেটিং খুবই প্রয়োজন। আজ আমার ফ্রীল্যান্সিং এ মার্কেটিং প্রয়োজনীয়তার কথা আলোচনা করব।
এখন আসি মার্কেটিং কি? মার্কেটিং হলো ব্যবসায়িক উদ্দেশ্য কোন জিনিসের প্রচার করা। যাতে মানুষ জানতে পারে প্রডাক্টের গুনাগুণ সম্পর্কে এবং সেই সাথে ব্যবসায়িক সাফল্য ও নিহিত হয়। অনেকের মনেই তাই প্রশ্ন আসতে ফ্রীল্যান্সিং এ মার্কেটিং এর কি সম্পর্ক? ফ্রীল্যান্সিং এর সাথে মার্কেটিং ওতোপ্রোতোভাবে জড়িত। ধরুন আপনি ফ্রীল্যান্সিং এ নিজের ক্যারিয়ার গড়ার জন্য মনোনিবেশ করলেন এবং সেই সাথে আপনি ভালো কোনো আইটি ফার্ম থেকে কাজ ও শিখে নিলেন।কিন্তু আপনার ভালো কাজ জানা এবং কাজের উপর দক্ষতা ভালো থাকলেও আপনি সেই তুলনায় ভালো মানের কাজ পাচ্ছেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি এত ভালো কাজ জানার পর কেন আপনার কাছে ক্লায়েন্ট রা আসছে না?এর পিছনে দুটি কারণ থাকতে পারে। তা হলো : ১.সঠিক মার্কেটিং এর অভাব এবং ২.আপনার কাজের মান, আপনার অভিজ্ঞতা এবং আপনার দক্ষতা সম্পর্কে লোকজন জানার অভাব। ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসে আপনাকে নিজের কাজের প্রমোটিং হবে। কারণ আপনার কাজ সম্পর্কে যদি কেউ না জেনে থাকে তাহলে কিভাবে আপনার কাজ আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছে দিবেন? তার জন্য প্রয়োজন মার্কেটিং। এখন আসি কিভাবে আপনি নিজের মার্কেটিং করবেন। আপনি যদি আউটসোর্সিং এ বিগেনার হউন তাহলে আপনি আপনি প্রফেশনাল কারো কাছে মার্কেটিং করার মতো ওতো টাকা থাকবে না।তাই যারা নিজেরা ব্র্যান্ডিং বা মার্কেটিং নিয়ে চিন্তিত তাদের জন্যই আমার আজকের লিখাটি। তাহলে কিভাবে করতে পারবেন আপনি আপনার নিজের মার্কেটিং ঃ ১.পোর্টফোলিও সাইট :ইন্টারনেটে ঘাটাঘাটি করে বিভিন্ন পোর্টফোলিও সাইটে আপনার পোরটফোলিও জমা দিন। এতে করে মানুষজন আপনার কাজ সম্পর্কে জানতে সুবিধা হবে। ২.ওয়েবসাইট তৈরি :আপনাকে নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। সেই ওয়েবসাইটে বিভিন্ন ব্লগের মাধ্যমে নিজের কাজের প্রসার এবং প্রচার ঘটাতে হবে। ৩.বিজ্ঞাপন দিন :বিভিন্ন নিউজ অথবা বিজনেস পোরটালগুলোতে আপনার কাজ সম্পর্কে বিজ্ঞাপন দিন। ৪.লিখতে পারুন বই :আপনি যদি বই লিখার মাধ্যমে প্রমোট করতে পারেন তাহলে একদিকে দুটি কাজ হয়ে যাবে। ১.বই এর মাধ্যমে আয়। ২.আপনার ব্র্যান্ড প্রমোটিং আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।কমেন্টেস এর মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।
ফ্রীল্যান্সিং এর ক্ষেত্রে মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
দারুন পোস্ট।
ধন্যবাদ😊
Khub valo
Thank you😊
onek ontun kisu janlam
😊
দারুন পোস্ট।
😊
hm. nice post but there are so many frauds in the market place. we need to be more secure & careful about our deeds. isn’t it?
Yes obviously . You will be investing your money and your valueble time. So you have to aware more for this.thank you😊
Hmmmmm
😊
Well
Hmm
Nice post
Nice
nice post
Good post
Gd