বন্ধুত্ব!
বন্ধুত্ব কি কখনো কোনদিন বুঝি নাই ? যখন ক্লাস প্রথম শ্রেণী টু ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ি তখনও বুঝি নাই বন্ধুত্ব কি ? আর অবশ্য এর আগে তেমন কোন বন্ধু মনের মতো হয় নাই । হয় নাই বলতে ভুল । আসল কথা হচ্ছে তখন বন্ধু কি বুঝতাম না । এর পরে শুরু হলো নতুন একটা দিকে । 2013 সালের অষ্টম শ্রেণী পরীক্ষা দেবার পরে 2014 সালে যখন ক্লাস নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ই , ঠিক তখনেই আবির্ভাব হয় বন্ধু। ধীরে ধীরে তাঁর সাথে কখন যে বন্ধুত্বে বাঁধনে আবদ্ধ হয়ে গেলাম আমি নিজেও জানি না । 2016 সালে যখন এসএসসি পরীক্ষা দিলাম তখন আর ভালো ভাবে বুঝতে পারলাম বন্ধুুত্ব কি ?। কখনও আমি ফোন দিতাম কখনও ও । এভাবে কেটে গেল তিনটি মাস । এর পরে ফলাফল দিল । আবার দুই জন একই কলেজে ভর্তি হলাম। শুরু আবারও একসাথে পথ চলা । এভাবে আনন্দে আর হাসি খুশি এবং বিনোদনে কেটে গেলও আরও দুইটি বছর জীবন থেকে । আর আমাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হল। 2018 সালে এইচএসসি পরীক্ষা দেবার পর আবার ও দুই জন আলাদা হয়ে গেলাম । ও চলে গেল ঢাকাতে বিশ্ববিদ্যালয়র ভর্তি কোচিং করার জন্য । আর আমি রয়ে গেলাম কিশোরগঞ্জে একটি কোচিং এ । দুভাগ্যবর্শত দুই জনের কেউ কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি নাই । আল্লাহর অশেষ রহমতে আবারও দুই বন্ধু একই কলেজে ভর্তি হলাম । কিন্তু বিভাগ বিভিন্ন বিভিন্ন । তাতে কি দুই জন তো একসাথে আছি । এইটাই সবচেয়ে বড় পাওয়া । আর এখন বুঝি বন্ধুত্ব কি? আসলে একজন মানুষ প্রকৃত বন্ধু ছাড়া চলতে পারে না । জীবনে চলতে গেলে একজন সত্যিকারে বন্ধুর দরকার হয় । তা না হলে বাস্তব জীবনে চলা সম্ভব নয়।
বেঁচে থাকুক সবার বন্ধুত্ব সকলের মনের ভিতরে ।
আল্লাহ তা’লার কাছে এই কামনায় করি ।
আমিন ।