বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কবিতা
জানি জীবনে অনেক বন্ধু-বান্ধব আসবে,
কিন্তু সবাই তোমার মত হবে না।
সব বন্ধুত্ব আজীবন থাকে না,
কেউ শুকনো পাতার মতো ঝরে পড়ে যাবে,
আবার কেউ আজীবন বন্ধু থেকেই যায়,
কেউ নিজের স্বার্থের জন্য দূরে সরে যায়।
আমরা পৃথিবীতে সব সময় থাকার জন্য আসিনি,
মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না।
সবাই আবার বন্ধুদের সময় দিতে পারে না ,
কারণ সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে।
একদিন তো টাকা পয়সা সব হবে,
ওই সময় মজা করার জন্য কেউ আর পাশে থাকবে না।
যখন কোন স্কুলের ছাত্র দেখবো – তখন তোমাদের কথা মনে পড়বে,
তোমাদের কথা ভেবে হাসতে হাসতে কান্না চলে আসবে।
মনে পড়ে যাবে আগের স্মৃতি গুলো, সবাই একসাথে স্কুল পালানোর কথা,
সবাই একসাথে বসে আড্ডা দেওয়ার কথা,
এক টেবিলে সবাই গাদা গাদি করে বসা, ক্লাস মিস দিয়ে আম চুরি করতে যাওয়া।
সবাই একসাথে খেলাধুলা করা
তোমাদের না দেখলে দিনটাই খারাপ যেত,
হয়তো সময়ের স্রোতে একদিন ঠিক হারিয়ে যাবো,
তাই সব সময় পাশে থাকিস – আমি না বললেও।
কারণ সময় তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব না।
অবশেষে একটা কথাই বলতে চাই সেটা হল – তোমাদের সবাইকে অনেক ভালোবাসি
তাই তো অনেক অনেক মিসও করি, আজও।
ভালো থেকো বন্ধু।।
সম্পর্কিত ট্যাগ: বন্ধুত্ব নিয়ে ক্যাপশন , বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কবিতা, বন্ধু নিয়ে উক্তি, বন্ধুদের মিস করা নিয়ে কিছু কথা।