Cheap price backlink from grathor: info@grathor.com

বসন্তের শুভেচ্ছা বার্তা, রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন এবং কবিতা

আমাদের দেশের ঋতুর সংখ্যা ছয়টি। এই ছয়টি ঋতুই ঘুরে ফিরে আমাদের দেশে প্রকৃতিতে দেখা দিয়ে থাকে। ছয়টি ঋতুতে আমাদের দেশের প্রকৃতি ছয় রকম ভাবে সজ্জিত হয়। বসন্তের শুভেচ্ছা বার্তা, রোমান্টিক স্ট্যাটাস, ক্যাপশন এবং কবিতা  – গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই ছয়টি ঋতুর মধ্যে বসন্তকালকে বলা হয় ঋতুদের রাজা। আর এই ঋতুরাজ পদ দেওয়ার পিছনে বেশ কারণ রয়েছে। বসন্ত মানেই প্রকৃতির এক নতুন রূপে ফিরে আসা। বসন্তের মধ্যে আমাদের অনুভূতিটা অনেকটা আনন্দদায়ক হয়ে উঠে।

বসন্তকালে প্রেমগুলো এক অনন্য রূপ নিয়ে থাকে। প্রেমিক প্রেমিকারা এই ঋতুকে অনেক আনন্দের সাথে উপভোগ করে। তাই আজকে আপনাদের জন্য বসন্তের প্রেম নিয়ে একটি ছোট কবিতা এবং বসন্তের প্রেম নিয়ে স্ট্যাটাস শুনাবো। চলুন তবে শুরু করা যাক।

বসন্তের রোমান্টিক কবিতা

অপেক্ষা শুধু তোমার”
এই অবেলায় ফাগুনের বসন্ত বিকেলে
ঐ নদীর তীরে বসে অপেক্ষা শুধু তোমার।
সময় হলে তোমার বাড়ির দিকে তাকিয়ে
চার দোকানে বসে অপেক্ষা শুধু তোমার!
কেউ লাল, নীল ফুলের মধ্যে ভালোবাসা খুঁজে,
কিন্তু ফুলেদের দিকে তাকিয়ে অপেক্ষা শুধু তোমার।
কলেজে গিয়ে সবেতে তোমায় খুঁজি
কারণ অপেক্ষা শুধু তোমার!

বসন্তের শুভেচ্ছা বার্তা, রোমান্টিক স্ট্যাটাস, প্রেমের ক্যাপশন

১. বসন্তের প্রেমেতে ডুবে গেছি, কারণ তুমি মিশে আছো আমার হৃদয়ের বসন্ত জুড়ে।

২. আমি শুধু এই বসন্তের ঋতুতে তোমায় পাওয়ার আকাঙ্খাতে লিপ্ত হয়ে আছি আজও।

৩. ফাগুনের বসন্তে তোমায় প্রথম দেখেই মনে হয়েছিল পৃথিবীতে তুমি শুধু আমার!

৪. সে খুব ভাগ্যবান, যাকে কেউ অনেক ভালোবাসে। আমার মতে সেই ভাগ্যবান হচ্ছে তুমি, বাকিটা বুঝে নিও…

৫. আমার অচেনা এই নগরীতে তোমার বসন্তের ভালোবাসা ছড়িয়ে পড়েছে, কিন্তু অপেক্ষা শুধু এই তুমিটার।

৬. হৃদয়ের মাঝে বসন্তের ছোঁয়া লেগেছে, চলোনা দুজনে মিলে বসন্তের এই বাতাসে মিলেমিশে একাকার হয়ে যাই!

৭. তোমায় নিয়ে এই বসন্তে ঘোরাঘুরির ইচ্ছেটা হৃদয়ে থেকেই গেল। ইচ্ছে তবে প্রচুর, একদিন তোমায় নিয়ে অনেক দূর পর্যন্ত ঘুরবো…

৮. ভালোবাসা সেটা নয় যেটাই মানুষকে দেখার জন্য কিছু করা হয়, বসন্তের বিকেলে দুজনে বসে মন খুলে আড্ডা দেওয়ার মাঝেও একপ্রকার মিষ্টি ভালোবাসা লুকিয়ে আছে।

৯. পুরো বসন্ত জুড়ে আমি শুধুই খুঁজে গিয়েছি তোমাকে..

১০. এই অবেলায় তোমারই অপেক্ষা করে বসন্তের কাছে আবদার করেছি, সে যেন তুমি না আসা পর্যন্ত প্রকৃতিতে বিরাজ করে।

১১. বসন্তকে যদি তোমার মত নিজের কাছে যত্ন করে রেখে দিতে পারতাম, তবে মনের বড় ইচ্ছেটা পূরণ হতো।

১২. “বসন্তের প্রেম” কথাটির মধ্যে অনেক মিষ্টি ভালোবাসার আভাস লুকিয়ে আছে।

১৩. এই বসন্তের বিকেলে প্রকৃতির মাতাল হাওয়ায় তোমায় কি খুঁজে পাবো আমি?

১৪. আমার খুব ইচ্ছে! একদিন বসন্তের উৎসবে ভালোবাসার আমেজে মাতবো দুজনে।

১৫. বসন্তের মত তোমার ভালোবাসার হওয়া গায়ে লাগতে এক অনুভূতি জন্ম হলো।

বন্ধুরা এই ছিল আজকের বসন্ত নিয়ে প্রেমের কবিতা এবং বসন্ত নিয়ে কিছু স্ট্যাটাস। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর্টিকেলটা এইটুকুতেই শেষ করছি, আল্লাহ হাফেজ।

রিলেটেড ট্যাগঃ বসন্তের শুভেচ্ছা বার্তা, বসন্তের রোমান্টিক স্ট্যাটাস, বসন্তের শুভেচ্ছা স্ট্যাটাস, বসন্ত নিয়ে ক্যাপশন, রোমান্টিক বসন্তের কবিতা, বসন্তের ফেসবুক স্ট্যাটাস, পহেলা ফাল্গুন ২০২২ স্ট্যাটাস, বসন্ত নিয়ে কিছু কথা, ফাল্গুন নিয়ে কিছু কথা, ফাল্গুনের শুভেচ্ছা বার্তা, বসন্তের রোমান্টিক স্ট্যাটাস, নজরুলের বসন্তের কবিতা, বসন্তের কবিতা সমূহ, বসন্তের কবিতা ক্যাপশন, ছোটদের বসন্তের কবিতা, বসন্তের কবিতা ২০১৮, বসন্তের শুভেচ্ছা ছন্দ, ফাল্গুনের প্রেমের কবিতা

Related Posts

2 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No