বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে তার মধ্যে চার ভাগের এক ভাগ প্রতিবন্ধী। শুধু বাংলাদেশে নয় পুরো পৃথিবী যুরে প্রতিবন্ধী ছেলে মেয়ে বা কিশোর কিশোরী বসবাস করে এদের অনেক সমস্যা হচ্ছে তার মধ্যে অন্যতম ঘটনা গুলো হলো। আমাদের একটা হাতে পাঁচটি করে আঙ্গুল থাকে কিন্তু অনেক ছেলে মেয়ে আছে যাদের দুই টি আঙ্গুল যোরা লাগানো আবার করো কারো তো আঙ্গুলি নাই এগুলো শুনে মনে হয় এতো খুবি ছোট সমস্যা কিন্তু তা নয় এগুলো অনেক সমস্যা করে যেমন আমারা যেই ভাবে খাবার খায় প্রতিবন্ধী ছেলে মেয়ে রা সেইভাবে আবার খাতে পারবে না কারণ তাদের দুই টি আঙ্গুল যোরা লাগানো আবার করো তো আঙ্গুলি নাই এবং এর থেকে বড়ো সমস্যা হচ্ছে এক মায়ের দুইটা সন্তান এক সাথে প্রসব করে যদিও সন্তান প্রসব করার সময় মায়ের কোনো দোষ থাকে না সবি সৃষ্টি কর্তা সৃষ্টি করেন। যোরা ছেলে মেয়ের কথা পায় শুনে থাকি কিন্তু দেখতে পাই না। কারো যদি আঘাত লাগে হাত পা ভেঙ্গে যাই তাহলে হয়তো লাঠি ঢোকা দিয়ে চলা ফেরা করতে পারবে । কিন্তু যোরা ছেলে মেয়ে কোনো দিন একায় চলা ফেরা করতে পারবে না। এক জনকে কোথাও যেতে হলে আরেক জনকেও সেখানে যেতে হবে।ভাত খাওয়ার সময় এক জনকে যদি খিদে লাগে আরেক জনকে যদি খিদে না লাগে তাহলে ও ভাত খাওয়ার টেবিলে দুই জনকে বসে থাকতে। এতে তাদের অনেক সমস্যা হয়। অনেক সময় তাদের মনে হয় আমাদের জন্ম হলো কেনো আমারা মরতে চাই।
এই জন্য আমরা সবাই সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করবো পৃথিবীতে যতো গুলো প্রতিবন্ধী ছেলে মেয়ে আছে তাদের যেনো ভালো করে দায় আর এর সাথে সাথে এটাও প্রার্থনা করবো যে পৃথিবীতে আর যেনো কোনো প্রতিবন্ধী ছেলে মেয়ে জন্ম না হয়। এখন আসা যাক মেন কথায় মানে এই ছেলে মেয়ের প্রতিবন্ধী হওয়ার কারণে কি কি সমস্যা হয়। সর্ব প্রথম এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের সমস্যা হয় অন্য দের মতো তারা বসবাস করতে পারে না। যদিও যারা প্রতিবন্ধী ছেলে মেয়েরা আছে তাদের জন্য সরকার প্রতিবন্ধী ভাতা দান প্রতি মাসে কিন্তু তবুও প্রতিবন্ধী হওয়ার ব্যাথা কি যায়। টাকা দিয়ে হয়তো মানুষের দেহ কিনা যায় কিন্তু টাকা দিয়ে কোনো দিন মানুষের মন কিনা যায় না। তবুও সরকার টাকা দায় যাতে কিছুটা হলেও যেন কষ্ট কোমে আর এই জন্যই সরকার প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা দান। পৃথিবীর কোন দেশে কি রকম আইন তা আমারা জানি না কিন্তু আমাদের দেশে কি রকম আইন তা এই জন্য আমরা এই সরকার পেয়ে খুবি খুশি আমাদের সব রকম ভাবে সাহায্য করে বিদ্যা ভাতা দান। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের না না ভাবে সাহায্য করে আর সবচেয়ে বড় কাম যেটি সেটি হলো প্রতিবন্ধী ভাতা দান।