Cheap price backlink from grathor: info@grathor.com

বাংলাদেশের ছেলেদের চুলের কাটিং, স্ট্যাটাস, ক্যাপশন

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকের বিষয়ঃ বাংলাদেশের ছেলেদের চুলের কাটিং ছবি, স্ট্যাটাস, ক্যাপশন । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

চুলের কাটিং নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন

চুল মানুষের সৌন্দর্যের অন্যতম একটি বিশেষ উপকরণ। ফ্যাশনের অন্যতম প্রধান অনুষঙ্গ হলো সুন্দর চুল। ঘন কালো সুন্দর চুল যেকোন মানুষের সৌন্দর্য্যকেই বহুগুণে বাড়িয়ে দেয়। চুলকে সুন্দর দেখাতে আমরা বিভিন্ন ভাবে চুলের ডিজাইন করে থাকি। সেজন্য আমরা ডিজাইনের সাথে তাল মিলিয়ে একেক সময় একেক রকম ভাবে চুল কেটে থাকি।

চুলের সুন্দর কাটিং মানুষের আউটলুক পরিবর্তন করে দিতে পারে। বিভিন্ন স্টাইলের চুলের কাটিং দিয়ে বা চুলের ডিজাইন বদলে ফেলে মানুষের বয়সও কমিয়ে ফেলা যায়। আবার চুলের কাটিং চেহারায় মার্জিত ভাব নিয়ে আসে।

চুল নিয়ে নাটোরের বনলতা সেন বলেছেন-
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ‘পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে
দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে
সে,’ এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে
নাটোরের বনলতা সেন।

চুল হলো মেয়েদের সবচেয়ে দামী অলংকারে। খোপা করা চুলের কাটিং নিয়ে বিখ্যাত স্ট্যাটাস হলো-
চুলের খোপা যেমন আছে, তেমন করে রাখো
মেঘ কালো চুল সরিয়ে কেন সূর্যটাকে ঢাকো।
প্রখর রোদে একটু পুড়ুক তোমার বদন খানি
তাতে তোমার রূপের ছটা কমবে না এক কানি।

ঝুটি করা চুলের কাটিং নিয়ে বলা হয়েছে-
যেথায় তুই চুলে বাধিস ঝুটি
হেথায় আমার বিষাদ বলে ছুটি !!
আবার বেণি করা চুলের স্টাইল নিয়ে বলা হয়েছে-
বেণীর ভাজে আলতো হাওয়া,
মুক্ত কেশে মেঘের পালক ছোঁয়া,

জাগায় মনে প্রেম শিহরণ,
হোক তবে এলোকেশী প্রেম নিবেদন।
খোলা চুলের কাটিং নিয়ে স্ট্যাটাস হলো-
অনেকেই বলে থাকেন, চুল বাধা নয় খোলা চুলেই প্রকাশ পায় মানুষের আসল সৌন্দর্য। বাধা চুলে কখনো চুলের আসল সৌন্দর্য বোঝা যায় না।

“খোলা চুল, কালো টিপ, কাজলে হারানো চোখ,
তোর চোখের মায়ার জালে আমার মৃত্যু হোক”।

”যখন খোলা চুলে হয়তো মনের ভুলে,
তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে !”

বাচ্চাদের জনপ্রিয় চুলের কাটিং এর মধ্যে রয়েছে ইমো, ব্যাংগস, ইউসেপ, স্ট্রেট, বব, সামার বব, ক্লাসিক বব, লেয়ার, পিক্সি ও ফ্রিঞ্জকাট ইত্যাদি। বাচ্চাদের চেহারার সাথে মিল রেখে বিভিন্ন সময়ে এই কাটগুলো দিলে দেখতে অনেক স্মার্ট এবং আকর্ষণীয় লাগে। ঢেউ খেলানো বা কোকড়ানো চুলের জন্য ব্ল্যাংক কাট খুবই সুন্দর একটি স্টাইল হতে পারে।

ছেলেদের চুলের কাটিং এর মধ্যে রয়েছে স্পাইক, স্ট্রেট, বাজ, লেয়ার, রাহুল, বয়, সিজার কাট ইত্যাদি। ছেলেরা চুল স্পাইক করতে খুবই পছন্দ করে। চুলের স্টাইলে নতুনত্ব এনে বা নিত্য নতুন হেয়ার কাটিং দিয়ে চেহারাও বহুলাংশেই সুন্দর এবং আকর্ষণীয় করা যায়। এভাবে জনপ্রিয় বিভিন্ন হেয়ার কাটিং নিয়ে আমরা বিভিন্ন স্ট্যাটাস ব্যবহার করতে পারি।

বাংলাদেশের ছেলেদের চুলের কাটিং

পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

11 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No