গ্রাথোর পোস্ট ১
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
আশা করি সবাই ভালো আছেন..?? আমরা যারা অনলাইন কাজ করি তাদের সবার পেইপাল একাউন্ট এর প্রয়োজন পরে। কারণ অনেকগুলো বিশস্ত সাইট বা অ্যাপ তে কেস আউট এর একমাত্র সিস্টেম হচ্ছে পেইপাল।যেসব ভালো সাইট আছে তারা পেইপাল এ লেনদেন করতে চায়।আমরা যখন এটা খেয়াল করি যে সাইট গুলো পেইপাল এ পেমেন্ট দেয় তখন আমরা ওগুতে কাজ করতে চাই না।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলাদেশ থেকে খুব সহজে পেইপাল একাউন্ট তৈরি করবেন।
বাংলাদেশ এর নাম্বার এবং ঠিকানা দিয়ে পেইপাল একাউন্ট তৈরি করতে পারবেন। এর জন্য ব্রাউজার এ গিয়ে paypal.com cy লিখে সার্চ করবেন। তারপর আপনি একটি বিসনেস একাউন্ট তৈরি করবেন।প্রথম এ আপনার দেশ পরিবর্তন করতে হবে না। পেইপাল একাউন্ট তৈরি করতে যা যা লাগবে।
১- ইমেইল
২- পোস্টাল কোড
আপনি যেকোনো আইডি কার্ড এর নিচে পোস্টালমকোড দেখতে পাবেন। এখানে আপনার কাছে অনেকগুলো তথ্য চাইবে। যেমন বিসনেস একাউন্ট, আপনার স্থান ইত্যাদি ইত্যাদি। তবে এগুলো করা কেমন কঠিন নয়। আর আপনার সবার প্রথম এবং যেটা একান্ত প্রয়োজন শুধু ইমেইল। আর বাকি সবকিছু ছাড়া আপনি পেইপাল একাউন্ট তৈরি করতে পারবেন।মূল কথা হচ্ছে আপনি paypal.com cy এ যাবেন। তারপর ইনফরমেশন গুলো দিয়ে একটা একাউন্ট করে নিবেন।
অনেক এর মনে প্রশ্ন হচ্ছে পেইপাল তৈরি করে কি হবে যদি বিকাশ এ টাকা নিতে না পারি। তাদের জন্য বলছি আপনি কমেন্ট করেন। তাহলে আমি আপনাদের বিকাশ এ টাকা নেওয়া পদ্ধতি বলে দিব। আর আপনি এই পোস্ট এ আমরা করা কমেন্ট টি লক্ষ করুন সেখানে পেইপাল একাউন্ট তৈরি করার ভিডিও এবং বিকাশ এ টাকা নেওয়া পদ্ধতি এর লিংক আমি দিয়ে দিচ্ছি।
আশা করি পোস্ট টি সবার ভালো লাগছে। আজকের টপিক টা লিখে পূর্ণ রূপে প্রকাশ করা সম্ভব হয় না। তাই কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। এবং আপনি আমার দেওয়া লিংক এ ভিজিট করলেই আশা করি সবাই সবকিছু বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই। এবং আমি গ্রাথোর এ পরবর্তী পোস্ট এ বলে দিব কিভাবে বিকাশ এ টাকা নেওয়া যায় পেইপাল থেকে। এজন্য সবাই গ্রাথোর এর সাথে থাকবেন। কথা হবে পরবর্তী পোস্ট এ। আল্লাহ হাফেজ..