সকল পাঠক ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের লাল সবুজের দেশ বাংলাদেশ। আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা বাংলা। আমাদের বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ। এই বাংলা সাহিত্য হাজার হাজার বছর ধরে মহান সাহিত্যিকদের দ্বারা গড়ে উঠেছে। এই বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আজকে আমি লিখতে যাচ্ছি।
বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
√ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন ” চর্যাপদ ” (রচনা কাল ৬৫০-১২০০)।
√ বাংলা ভাষার আদি কবি লুইপা (অষ্টম শতক)।
√ প্রথম বাঙালি কবি মীননাথ বা মৎসোন্দ্র নাথ (সপ্তম শতক) ।
√ পদাবলির প্রথম কবি চন্ডীদাস (চতুর্দশ শতক) ।
√ বাংলা ভাষার প্রথম মহাকবি বড়ু চন্ডীদাস (আনুমানিক ১৩৭০-১৪৩৩)।
√ প্রথম বাংলা ব্যাকরণ রচনাকারী (অবাঙালি) ম্যানুয়েল দ্য অ্যাসসুম্প সাও।
√ প্রথম বাংলা ব্যাকরণ রচনাকারী ( বাঙালি) রাজা রাম মোহন রায় (১৮২০-১৮৯১)।
√ গদ্যে যতি চিহ্নের প্রথম সার্থক প্রয়োগকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১)।
√ বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্মী গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি এবং এর লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
√ প্রথম আত্মজীবনী মূলক গ্রন্থ রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮১০-১৮৯১)।
√ প্রথম বাংলা অক্ষর খোদাইকারী ( অবাঙালি ) চার্লস উইলকিন্স (১৭৪৯-১৮৩৬)।
√ বাংলা অক্ষর প্রথম খোদাইকারী ( বাঙালি) পঞ্চানন কর্মকার।
√ প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ (১৮১৮)।
√ প্রথম বিজ্ঞান মনস্ক লেখক অক্ষয় কুমার দত্ত (১৮২০-১৮৮৬)।
√ প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য (১৮৬১) ।
√ প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
√ প্রথম মৌলিক নাটক ভদ্রার্জুন (১৮৫২)।
√ প্রথম মৌলিক নাটক রচয়িতা তারাচরণ শিকদার।
√ মনসামঙ্গলের প্রথম কবি কানা হরি দত্ত (চতুর্দশ শতক)।
√ প্রথম রোমান্টিক কবি বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৯১০)।
√ বাংলা ভাষার প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)।
√ এশিয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী (সাহিত্যে) রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)।
√ মধ্য যুগের প্রথম সাহিত্যের নির্দশন ‘শ্রীকৃষ্ণ কীর্তন’ কাব্য (রচনা কাল ১৩৪০-১৪৪০)।
√ বাংলা ভাষার প্রথম মুসলিম কবি শাহ মুহাম্মদ সগীর (চতুর্দশ – পঞ্চদশ শতক)।
√ দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি ফকির গরিবুল্লাহ (অষ্টাদশ শতক)।
√ প্রথম মুসলিম পুঁথি সংগ্রহকারী কবি আব্দুল করিম সাহিত্যবিশারদ (১৮৭১-১৯৫৩)।
√ বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগকারী প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬)।
√ প্রথম বাংলা উপন্যাস রচয়িতা প্যারিচাঁদ মিত্র (১৮১৫-১৮৮৩)।
√ প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪)।
√ প্রথম সার্থক বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
√ প্রথম গণমুখী বাংলা নাটক নীলদর্পন (১৮৬০)।
√ প্রথম গণমুখী বাংলা নাট্যকার দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)।
√ প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) ।
√ প্রথম বাংলা নাটক (মুসলমান রচিত) বসন্তকুমারী (১৮৭৩)।
√ প্রথম মৌলিক ট্র্যাজেডি নাট্যকার যেগেশ চন্দ্র গুপ্ত।
√ প্রথম মৌলিক ট্র্যাজেডি নাটক কীর্তি বিলাস (১৮৫২)।
√ প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী (১৮৬১)।
√ প্রথম সার্থক ট্র্যাজেডি নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
√ বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩)।
√ প্রথম আধুনিক বাংলা নাটক শর্মিষ্ঠা (১৮৫৯)।
√ বাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
√ বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারি দেবী (১৮৫৫-১৯৩২)।
√ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কৃপাশাস্তের অর্থভেদ ।
√ বাংলা ভাষার প্রথম মুদ্রিত বই কথোপকথন (১৮০১) লেখক ও মুদ্রক উইলিয়াম কেরি (১৮৬২-১৮৩৪)।
√. বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক বাকি ইতিহাস।
√ বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড (১৯৭১) নির্মাতা জহির রায়হান ।
√ একুশের প্রথম সাহিত্যে সংকলন করেন হাসান হাফিজুর রহমান (১৯৩২-১৯৮৩)
একুশের প্রথম সাহিত্যে সংকলন একুশে ফেব্রুয়ারি (১৯৫৩) ।
√ একুশে ফেব্রুয়ারি সাহিত্যের লেখক আব্দুর গাফ্ফার চৌধুরী।
√ একুশের প্রথম নাট্যকার ড: মুনীর চৌধুরী (১৯২৫-১৯৭১)।
√ একুশের প্রথম নাটক কবর (১৯৫৩)।
√ একুশের প্রথম কবিতা লেখক কবি মাহবুব- উল – আলম চৌধুরী ।
√ একুশের প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি (১৯৫২)।
√ একুশের প্রথম উপন্যাস রচয়িতা জহির রায়হান।
√ একুশের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন ।
√ মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রচয়িতা আনোয়ার পাশা।
√ মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত ।
এত মনোযোগ দিয়ে আমার এই আর্টিকেল টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজ এই পর্যন্তই । আগামীতে আরো সুন্দর কোনো আর্টিকেল নিয়ে আসবো এই গ্রাথোর প্লাটফর্মে। বিদায়।