আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি।
বাংলাদেশ গ্যাস ফিল্ড লিমিটেড তাদের কোম্পানিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য নতুন নিয়োগ বিক্ষপ্তি প্রকাশ করেছে। উক্ত কোম্পানি তাদের বিভিন্ন পদে সর্বমোট ৭৮ জনকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে। সাধারণত বিজিইজিসিএল নবম গ্রেডে বিভিন্ন পদে আবেদনের জন্য সময়সীমা বাড়িয়েছে কতৃপক্ষ। যবন গ্রেডে আবেদনের জন্য প্রথমে ১২ অক্টোবর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে বিজিইজিসিএল তাদের আবেদন বিজ্ঞপ্তিতে সংশোধনী এনে নতুন নিয়োগ বিজ্ঞতি প্রকাশ করেছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৮ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়। এছাড়াও সংশোধনী বিজ্ঞপ্তিতে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছরে উন্নীত করা হয়।
১.পদমর্যাদা:সহকারী ব্যাবস্থাপক(সাধারণ)
পদসংখ্যা :দশ (১০)
যোগ্যতা (শিক্ষা);স্নাতকোত্তর ,দ্বিতীয় শ্রেণীর স্নাতক (৪ বছর মেয়াদি)
বেতন:২৩০০০ -৫৫,৪৭০ টাকা
২.পদমর্যাদা:সহকারী ব্যবস্থাপক (মেকানিকেল)
পদসংখ্যা:১০ টি
যোগ্যতা (শিক্ষা);উক্ত বিষয়ে বি এস সি ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৩.পদমর্যাদা:সহকারী ব্যবস্থাপক (কেমিকেল )
পদপসংখ্যা :৩ টি
যোগ্যতা(শিক্ষা):উক্ত বিষয়ে বি এস সি ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৪.পদমর্যাদা:সহকারী অফিসার (ইলেক্ট্রিকাল)
পদসংখ্যা:৭ টি
যোগ্যতা(শিক্ষা);উক্ত বিষয়ে বি এস সি ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৫.পদমর্যাদা:সহকারী অফিসার (টেলিকম)
পদসংখ্যা:১ টি
যোগ্যতা(শিক্ষা):উক্তবিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২৩,০০-৫৫,৪৭০ টাকা
৬.পদমর্যাদা:সহকারী ব্যবস্থাপক( পেট্রোলিয়াম)
পদসংখ্যা:৪ টি
যোগ্যতা(শিক্ষা):উক্ত বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং
বেতন :২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৭.পদমর্যাদা:সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব )
পদসংখ্যা:২ টি
যোগ্যতা (শিক্ষা):প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক
বেতন:২৩,০০০-৫৫,৪৭০ টাকা
৮.পদমর্যাদা:মেডিকেল অফিসার
পদসংখ্যা:৪ টি
যোগ্যতা(শিক্ষা):এমবিবিএস ডিগ্রি
বেতন:২২,০০০-৫৫,৪৭০ টাকা
৯.পদমর্যাদা:সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদসংখ্যা:৬ টি
যোগ্যতা(শিক্ষা):দ্বিতীয় শ্রেণীর স্নাতক
বেতন:২২,০০০-৫৩,০৬০ টাকা
১০.পদমর্যাদা:সহকারী কর্মকর্তা (অর্থ/হিসাব)
পদসংখ্যা:৩ টি
যোগ্যতা(শিক্ষা):বাণিজ্যপ বিভাগের নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক
বেতন:২২,০০০-৫৩,০৬০ টাকা
১১.পদমর্যাদা : কারিগরি কর্মকর্তা (মেকানিক্যাল)
পদসংখ্যা:৪ টি
যোগ্যতা(শিক্ষা):উক্ত বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২২,০০০-৫২,০৬০ টাকা
১২.পদমর্যাদা:সহকারী কারিগরি কর্মকর্তা (ইলেক্ট্রিকাল)
পদসংখ্যা:৪ টি
যোগ্যতা(শিক্ষা):উক্ত বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২২,০০০-৫৩,০৬০ টাকা
১৩.পদমর্যাদা:সহকারী কারিগরি কর্মকর্তা(সিভিল)
পদসংখ্যা:৪ টি
যোগ্যতা(শিক্ষা):উক্ত বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২২,০০০-৫৩,০৬০ টাকা
১৪.পদমর্যাদা:সহকারী কারিগরি কর্মকতা(পাওয়ার)
পদসংখ্যা:৪ টি
যোগ্যতা(শিক্ষা):উক্ত বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
বেতন:২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদন করার উপায়ঃ
আগ্রহী প্রার্থীরা বিজিএফসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়স:
আবেদনকারীর সর্বোচ্ছ বয়স ৩০ নির্ধারণ করা হয়েছে। কিন্তু মুক্তিজোদ্ধার সন্তান ,প্রতিবন্ধী এবং মেডিকেল অফিসারদের জন্য সর্বোচ্চ বয়সীমা ৩২ নির্ধারণ করা হয়েছে।
আবেদনের শেষ সময়:
মঙ্গলবার ২৭ সে অক্টোবর বিকেল ৫ তা পর্যন্ত প্রার্থীরা তাদের আবেদন জমা দিতে পারবেন।
(সূত্র:প্রথমআলো)