আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বিদায় বেলা সবসময় দুঃখ আর অভিমানের মধ্যে দিয়ে হয়ে থাকে। আমরা কেউ তো কখনো বিদায় নিতে চাইনা, বিদায়কে গ্রহণ করার শক্তি আমাদের মধ্যে থাকে না। কিন্তু তবুও আমাদের কিছু কিছু ক্ষেত্রে বিদায় বরণ করে নিতে হয়। বিদায় অনুষ্ঠানের ফেসবুক স্ট্যাটাস, বিদায় বছরের স্ট্যাটাস –
কারণ পৃথিবীতে সবকিছুর বিদায় আছে। স্কুল জীবনের অনেকগুলো বছর বন্ধুদের সাথে একসাথে কাটানোর পর যখন বিদায় মূহুর্ত আসে তখনই আমাদের সেই দিনটিকে বরণ করার শক্তি থাকে না। যদিও আমরা এটিকে বিদায় অনুষ্ঠান বলি কিন্তু আসলে আমরা এটিকে অনুষ্ঠান না দুঃখ ও অভিমানের সহিত পালন করে থাকি। দিন শেষে বিদায় অনুষ্ঠানের আড়ালে আমাদের সবার কান্না করতে হয়। আজকে আমরা বিদায় অনুষ্ঠান এর বিষয়ে কয়েকটি স্ট্যাটাস শুনবো। আশা করছি স্ট্যাটাস গুলো শুনে আপনিও আপনার বিদায় অনুষ্ঠান এর কথাটি মনে করতে পারবেন।
বিদায় অনুষ্ঠানের কয়েকটি স্ট্যাটাস
১. বিদায় বেলাকে আমরা কেউ বরণ করে নিতে চাই না, কিন্তু বিদায় বেলাকে আমাদের সবারই বরণ করে নিতে হবে। একটা বিদায় না হলে অন্যটার সূচনা হবে কিভাবে।
২. তুমি যদি নতুন কোনো অধ্যায়ের সূচনা চাও তাহলে তোমাকে সামনে আগত বিদায় বরণ করে নিতে হবে।
৩. জীবনের অনেকগুলো অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায়ের যেমন সূচনা হয় তেমনি একসময় এই অধ্যায়ের বিদায় আমাদের জানাতে হবে। চলমান জীবনের এইটাই নিয়ম।
৪. বিদায় অনুষ্ঠান কেবল একটা অনুষ্ঠান এই অনুষ্টানের মাধ্যমে আমাদের একটা অধ্যায়ের বিদায় হয়েছে কেবল বন্ধুত্বের বিদায় কখনোই হয়নি। জীবনে প্রত্যেকটা অধ্যায় আমরা সবাই একসাথে সূচনা করবো এবং একসাথে বিদায় দিবো।
৫. বিদায় অনুষ্ঠান এর পর কে কোথায় থাকবো জানিনা, তবে যে যেখানেই থাকিস সবাই সবসময় ভালো থাকিস আর হাসিখুশি থাকিস। বন্ধুত্বের বিদায় কখনোই হবে না বিদায় হবে অধ্যায়ের।
৬. যদিও এই বিদায় হবে আমাদের কান্নার মাধ্যমে কিন্তু তবুও আমাদের এই বিদায় বরণ করে নিতে হবে । বিদায় বরণ করতে পারলে হাসির দিনটি সামনে আসবে।
৭. বিদায় নামক শব্দটি বয়ে আনে কান্না,
কিন্তু এই কান্না আমাদের হাসির অধ্যায়ের সূচনা করে দিতে সক্ষম।
৮. বিদায় অনুষ্ঠান এর দিন স্কুল জীবন আর বন্ধুগুলোর দিকে এক পলক তাকিয়ে থাকলাম, আর ভাবতে লাগলাম এতগুলো স্মৃতি সব অধ্যায়ের পাতায় লেখা থাকবে, একদিন সব থাকবে কিন্তু এই দিনগুলো থাকবে না। কিন্তু আমরা স্মৃতির মাঝে লিখে রাখবো দিনগুলো।
৯. বিদায় সবসময় কান্নার হয়না কিছু বিদায় সুখের হয়ে থাকে। তাই বিদায়কে মেনে নিতে শেখ।
১০. বিদায় অনুষ্ঠান হয়েছে বলে ভেঙে পড়ার কিছুই নেই, এটা তো কেবল একটা অনুষ্ঠান, যেটি আমাদের নতুনত্বের পথে যাত্রা করতে শেখাবে।
বন্ধুরা এই ছিল বিদায় অনুষ্ঠান নিয়ে কয়েকটি স্ট্যাটাস। আশা করছি ভালো লেগে থাকবে। শেষ করছি আর্টিকেলটা। আল্লাহ হাফেজ।