তুমি জোড় বিজোড়ের সুতোর গিরা বাঁধা সূত্র ধরে এসেছিলে। তুমি এসেছিলে প্রকৃতির প্রতিকূলতার অন্তরীক্ষে ইতিবাচক ভূমিকায় সাড়া দিবে বলে।
তোমার আগামনী ধরে বুকে স্পর্শ করেছিল পৃথিবীতে বসন্তের যৌবন! সর্বত্র টানাহেচরা চলেছিল সেই প্রেমের রশি। সেই তুমি চলে যাচ্ছ একঘোয়ে হয়ে,
প্রবীণ যাযাবর হয়ে চলে যাচ্ছ বুক ভরা বৈশ্বিক মহামারী উষ্ণতার লোমহর্ষক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। ওহে একুশ তুমি বদনামের ভার বোঝা ঝুলে চলে যাচ্ছ অনন্তপুরে, রেখে যাচ্ছ কি সেই ভয়ঙ্কর প্রতিকৃতি? মহামারী কোভিড-১৯ এর গ্লানি মুছে যাবে চাই রেখে যাও এমন প্রেমের মহৎ স্মৃতি।
আমি জানি, সময় তুমি ঐতিহ্যবাহী ঐশ্বরিক।
বোরাকের মত তোমার বুকে বহন ক্ষমতা ছিল গোটা পৃথিবীর স্বপ্ন, প্রেম, ভালোবাসা, স্নেহ ,প্রীতি সুখ হাসি।
প্রেমধর্ম আত্মবিশ্বাস, শান্তি প্রগতি ও সমৃদ্ধির সেই দুর্লভ গতি নিয়ে এখনও মুমূর্ষু রোগীর মত কষ্টের প্রহরে ভাসি। চলেতো যাবেই তুমি যাও, তবে নিয়ে যাও আমার শক্তি চুক্তির আত্মবাণী- শুভাকাঙ্ক্ষীত যে অনাগত দিনগুলি কালের খেয়ায় ভাসমান।
মহান সৃষ্টিকর্তার কাছে পৌঁছে দিতে দিলাম আমার এই নিবেদন খানি। তুমি ফিরবে না জানি আর কোনদিন কোন ক্ষণের খেয়ায় কিবা প্রভাতফেরির সূর্যোদয়, তবে তোমার ওপর আমার দেয়া অর্পিত দায়িত্ব পালন করিও নিশ্চয়ই।
আমি যেন সাড়া পাই তোমার পরে আসবে যে নব বর্ষের পুঞ্জি।সুভাগমন ঘটে যেন নতুন বছরে বিশ্ব শান্তির ঐশ্বরিক আবহাওয়া, মহান সৃষ্টিকর্তার বিশেষ স্নেহময়, দয়ামায়াময় ভালোবাসা। বিশ্ব শান্তির স্বপ্নচারী এ আশাবাদ ব্যক্ত করে তোমার স্মরণে রেখো বিদায়ী সালাম।
বিদায় ২০২১ শুভ হোক শুভ নববর্ষ ২০২২।
“তুমি শহীদ স্মরণে আমার”
মুহা. কবির হোসেন
তুমি শহীদ স্মরণে আমার
উষ্ণ হৃদয়ের লাখো সালাম,
রক্তে রাঙানো বাংলা তোমার
আজ বিজয়ের দেখো কালাম।
ওগো হে,শহীদ দামাল কামাল
বাংলার বীর হেলাল দল,
লও বিজয়ের লাখো ছালাম
আমরা নকীব আল হেলাল।
রক্ত মাখানো লাল পতাকা
সবুজ মিনারে তোমার নাম,
অনুরক্ত হাতে রক্তাক্ত পতাকা
অবুঝ দিদারে লও সালাম।
চেয়ে তোমায় আমি ছিলাম
পুষ্প সুবাসে হীরার দাম,
এসে দেখি হয়ে প্রকাশ
পুষ্ট ইতিহাস সে তোমার নাম।
রক্তে তোমার রঙিন তামাম
সেই শিহরণ চরমে কালাম,
আমার মাঝে তোমার সুনাম
তাই সে মলিন লাখো সালাম।
রক্তাক্ত ওই লাল পতাকার
আসছে ঘ্রাণ চরম পরম,
শক্ত হাতে রাখার আকাঙ্ক্ষা
দেশের সে মান তোমার নাম।
নিপুণ জীবন
মুহা. কবির হোসেন
পুষ্প সম নিপুণ জীবন
ন্যায় পূণ্য সবার
খুশব শুভ্র ছড়িয়ে ত্রিভুবন
হই যেন মহান।
অতি সুন্দর জনম খানি
কিন্তু যেন ভাই ,
পাপের ঝাঁপি দুঃখ ঝারি
পূণ্য সেতো চাই ।
ক্ষণে জন্ম ক্ষণে মৃত্যু
গন্তব্য ধরনী নয় ,
অনন্ত সুখ স্বর্গই বৃত্ত
পড়ন্তু বেলায়ই হয়।
।।মুহা. কবির হোসেন।।ঝালকাঠি, বাংলাদেশ।।