বিশ্বসেরা অলরাউন্ডার (২০১৯) সাকিব আল হাসান।
বিশ্বের সেরা কিছু অলরাউন্ডার হলেন ইমরান খান,জর্জ হাস্ট,শন পোলক, ডাব্লিড.জি.গ্রেস, মুশতাক মোহাম্মাদ, শহীদ আফ্রিদি, কিথ মিলার, ইয়ান বোথাম, কাপিল দেব..এসকল নামের মধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার হিসাবে ২০১৯ সালে জায়গা করে নেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
১৯৮৭সালের ২৪ মার্চ মাগুরা,খুলনা,বাংলাদেশে তার জন্ম। তিনি এক জন বামহাতি ক্রিকেটার। ক্রিকেট জগতে তাঁর জন প্রিয়তা অনেক উচ্চ পর্যায়ের।
তিনি এ পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন মোট ৫৫ টি,যেখানে তিনি সর্বচ্চ রান অর্জন করেন ৩,৮০৭। ৫ বার সেন্চুরি এবং ২৩ বার হাপ সেন্চুরি করেন তিনি। সর্বচ্চ অর্জন কৃত রান ২১৭। মোট উইকেট নিয়েছেন ২০৫ টি, নির্দিষ্ট ম্যাচে ৫ উইকেট নেন ১৮ বার এবং ১০ উইকেট নেন ২ বার সেরা বোলিং ৭/৩৬।
তিনি ওডিআই খেলেছেন মোট ২০৬ টি। যেখানে তিনি সর্ব মোট রান করেন ৬,৩২৩। সেন্চুরি করেন ৯ বার এবং হাফ সেন্চুরি করেন ৪৭ বার। তিনি নির্দিষ্ট ম্যাচে সর্বচ্চ রান করেন ১৩৪। ওডিআই এ মোট উইকেট নেন ২৬০ টি,ইনিংসে ৫ উইকেট নেন ২ বার। সেরা বোলিং ৫/২৯।
টি টুয়েন্টি খেলেন সর্বমোট ৭২ বার, যেখানে তিনি সর্বমোট রান অর্জন করেন ১,৪৭১। সেন্চুরে তে পদ ধাপ না ফেলতে পারলে ও তিনি হাফ সেন্চুরি করেন ৬ বার। নির্দিষ্ট ম্যাচে সর্বচ্চ রান করেন ৮৪। সর্বমোট উইকেট নেন ৮৮ বার। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১ বার। এবং ১০ উইকেট ০ বার। সেরা বোলিং ছিলেন ৫/২০।
এফসি তে তিনি মোট অংশ গ্রহন করেন ৯১ বার। এফসি তে তিনি সর্বমোট রান অর্জন করেন ৫,৭২২। এখানে তিনি নিজের খেলার অসাধারন চিত্র ফুটিয়ে তুলেছেন। সেন্চুরি করেন মোট ৮ বার এবং হাফ সেন্চুরি করেন ৩৪ বার। নির্দিষ্ট ম্যাচে সর্বচ্চ রান করেন ২১৭। মোট উইকেট নিয়েছেন ৩০৫ বার। ইনিংসে ৫ টা উইকেট নেন ২৩ বার এবং ১০ টা উইকেট নেন ২ বার। সেরা বোলিং ৭/৩২।
১০ বছর ধরে শীর্ষ অলরাউন্ডারের রেকর্ড অধিকারী সাকিব এখন একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ফরম্যাট সর্বচ্চ পদ ধরে রেখেছেন।