বিশ্বের সবচেয়ে বড় জাতীয় উদ্যানের অবস্থান গ্রিনল্যান্ডে। উদ্যানটির নাম হচ্ছে নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক। উদ্যানটি ১৯৭৪ সালে সংরক্ষিত এলাকার মর্যাদা পায়।
১৯৮৮ সালে উদ্যানটির জায়গা সম্প্রসারণ করা হয়। এর আয়তন ৯ লাখ ৭২ হাজার বর্গ কিলোমিটার। সংরক্ষিত এ উদ্যানটি পৃথিবীর ২৯ টি দেশের চেয়েও আয়তনে বড়। জীববৈচিত্রের অনন্য এক কেন্দ্র এটি।
সেখানে প্রায় ৩০০ প্রজাতির ভাস্কুলার উদ্ভিদের দেখা মেলে। যার মধ্যে ১৫ প্রজাতির উদ্ভিদ পৃথিবীর আর কোথাও দেখা যায় না।
গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। এটি আটলান্টিক ও আর্কটিক মহাসাগরে অবস্থিত। উত্তর আমেরিকা মহাদেশের স্বায়ত্বশাসিত এ অঞ্চলটি ডেনমার্কের অধীনে। দ্বীপটি প্রায় ২১ লাখ ৭৫ হাজার ৬০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অঞ্চলটির প্রায় ১৮ লাখ বর্গকিলোমিটার অঞ্চল বরফে ঢাকা। অর্থাৎ চার ভাগের তিন ভাগই বরফে আচ্ছাদিত। পার্কটিতে সংরক্ষিত উদ্ভিদ ও প্রাণী বরফে আচ্ছাদিত গ্রিনল্যান্ডকে রক্ষা করে।
তথ্যসূত্র: মাসিক কারেন্ট ওয়ার্ল্ড: জুন ২০১৯।