বিশ্বে এখন মানুষের চেয়ে মোবাইল ফোন বেশি
হেডলাইন টা দেখে কেমন মনে হচ্ছে আপনার ? কেমন জানি অবাক লাগছে, তাই না ? লাগার কথা । মানুষের চেয়ে মোবাইল ফোন বেশি ।
এর কারন হিসেবে আমি বলতে পারি একেকটা মানুষের দুই থেকে ৩টা এমন কি এর বেশি ও মোবাইল ফোন রয়েছে । নষ্ট মোবাইল ফোন নয় , সচল রয়েছে মোবাইল ফোন ।
তাহলে কেনো বাড়বে না মোবাইল ফোনের সংখ্যা । তাছাড়া আরেকটি বিষয় হলো – ইন্টারনেট সহ বিভিন্ন প্রযুক্তি সস্তা হয়ে যাওয়ায় সকলেই এখন মোবাইল ফোন কিনছে এবং এটি তাদের নিত্য দিনের সঙ্গী । আর এর ফলে মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে মোবাইল ফোন ।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশনস ইউনিয়ন (আইটিইউ) এবং বিশ্বব্যাংকসহ কয়েকটি সংস্থা এই বিষয়টি জানিয়েছেন ।
একদশক আগে উন্নয়ন শীল দেশে ইন্টারনেট ব্যবহারের মাত্রা ছিল খুবই কম , যেমন – ৭৫.৩ কোটির মতো আর উন্নত দেশগুলোতে ছিল এর চেয়ে বেশি ১০২ কোটির মতো । কিন্তু গত বছরে এটার উল্টো টা হয়েছে । উন্নয়নশীল দেশগুলো এখন ২৮৬.৮ কোটি ইন্টারনেট ইউজার রয়েছে । ভাবতে ও অবাক লাগছে , আর উন্নত দেশগুলোতে ৭৯.৪ কোটি ইন্টারনেট ইউজার ।
এর মূল কারণ হিসেবে বলা যায় , সকল প্রযুক্তির দাম কমে যাওয়ার কারণে এই অবস্থা । মোবাইল মানুষের চেয়ে বেশি । আরো মোবাইল তো তৈরি আছে ,সেগুলো তো এখনো ও ধরায় হয়নি । শেষে এতটুকু বলা যায় ,মোবাইল বেশি ,মানুষ কম ।
সুত্র–এমআর/এইচআর