আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক ও পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন ও সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন ও সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। বৃক্ষরোপণ নিয়ে উক্তি –
আমাদের এই পৃথিবীতে স্বার্থহীন বন্ধুরূপে যেজিনিসটি চলার পথে আমাদের সবচেয়ে বেশি উপকার করছে তা হলো গাছ। গাছ শুধু আমাদের খাদ্যের জোগান দেয় তা কিন্তু নয় বরং আমাদের জীবনের অস্তিত্ব নির্ভর করে আছে গাছের উপর।
প্রতিবছর গাছ আমাদের বিভিন্ন ধরণের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকে। তাই আমাদের সবসময় বরং সারা বছরই গাছ রোপন করা উচিত। বৃক্ষরোপন সব সময় আমাদের করা উচিত। কিন্তু বর্ষা কালে সবসময় বৃক্ষরোপন সপ্তাহ আয়োজন করে সরকার বৃক্ষরোপণের মাধ্যমে সবাইকে উৎসাহিত করে থাকে।তাই বৃক্ষরোপন নিয়ে অনেক গুণীজন অনেক উক্তি প্রকাশ করেছেন আমাদের সামনে। চলুন তাহলে জেনে আসি আমাদের উক্তিসমূহ:
১.গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ।
২.এক সময় রোপিত চারাগাছই ভবিষ্যতের স্বপ্নের কারিগর।
৩.একজন মানুষ নিজের জন্য গাছ লাগায় না। সে বিনিময়ে ফলের জন্য রোপণ করে।
৪.কেউ আজ ছায়ায় বসে আছে কারণ অতীতে কেউ অনেক দিন আগে গাছ লাগিয়েছিল।
৫.বৃক্ষ রোপণ করুন! কারণ তারা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান দেয়।
৬.আমি যদি ভাবি যে আমি কালই মারা যাব, তবুও আমার আজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত একটি গাছ লাগানো উচিত।
৭.”গোলাপের বৃষ্টিপাত কখনই হবে না। তাই যখন আমরা যদি গোলাপ পেতে চাই, আরও বেশি গাছ লাগানো উচিত।”
৮. “আমার গভীর শিকড় থেকে শক্তি কিভাবে সংগ্রহ করতে হয়, তা শেখার জন্যে আমি বৃক্ষরোপণ করছি।”
৯.আপনি হয়তো লক্ষ লক্ষ গাছ লাগাতে পারেন না, তাই যা লাগাবেন তার পরিপূর্ণ যত্ন করবেন।
১০.যে বৃক্ষ রোপন করে, সে নিজেকে ছাড়াও আমাদের ভালবাসে।” –
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন