আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে লিখব সেই সমস্যাটি প্রায়ই আমাদের সবার ক্ষেত্রেই দেখা যায়। বর্তমানে আমরা সবাই ইন্টারনেট গ্রাহক। ইন্টারনেট সেবা দেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ব্রডব্যান্ড। আমরা সাধারণত আমাদের বাসা বাড়িতে যে ওয়াইফাই রাউটার ব্যবহার করি তার সেটিংস এরমধ্যে কিছু পরিবর্তন করলে ওয়াইফাই এর এই সমস্যা হতে বেরিয়ে আসা সম্ভব। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে ওয়াইফাই একটি নির্দিষ্ট দূরত্বে কাজ করতে পারেনা। এমনকি এর পিং প্রচুর ওঠানামা করে। যার কারণে আমরা আমাদের কাজ করতে প্রচুর অসুবিধা বোধ করি। এছাড়া রুম পরিবর্তনের ফলে যে রুমে রাউটার থাকে সেই রুমের চেয়ে অন্য রুমে ইন্টারনেটের গতি তুলনামূলকভাবে অনেক কম থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে সর্বপ্রথম আমাদের ওয়াইফাই রাউটারের কন্ট্রোল প্যানেলে ঢুকতে হবে। আমরা সবাই ওয়াইফাই রাউটারের কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য যে আইপি এড্রেসটি ইউজ করি সেটি হল:192.168.0.1
এটি আপনি আপনার ফোনের অথবা কম্পিউটারের ব্রাউজার এ গিয়ে টাইপ করে প্রবেশ করলে সহজেই আপনার রাউটারের কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারবেন। যদি আপনি আপনার রাউটারের ইউজারনেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তবে সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করে রাউটার এ প্রবেশ করুন । এরপর ওয়েবপেজটির বামপাশে ‘Wireless’অপশনটি সিলেক্ট করুন। সেখানে আপনি Channel Width নামক একটি অপশন দেখতে পাবেন। অপশনটিতে ক্লিক করলে তিনটি অপশন দেখাবে সেগুলো হলো:1.Auto,2.20MHz,3.40MHz
এখন এই তিনটি অপশনের মধ্যে তিন নম্বর অপশন অর্থাৎ 40MHz সিলেক্ট করুন এবং Save বাটনে ক্লিক করুন। দয়া করে অন্য কোন অপশন সিলেক্ট করবেন না। আপনি চাইলে Channel অপশনটি কিছুটা চেঞ্জ করতে পারেন। Channel অপশনে গিয়ে আপনি Auto কিংবা Channel 4 অথবা Channel 6 সিলেক্ট করতে পারেন। এরপর Save বাটনে ক্লিক করুন। তাহলে আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। এখন আপনি আগের চেয়ে বেশি দ্রুত এবং আগের চেয়ে বেশি দূরত্বের কভারেজ পাবেন আপনার ওয়াইফাই এর মাধ্যমে। পিং সমস্যাটির সমাধান হয়ে যাবে এই কাজটি করার মাধ্যমে। আশা করি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের সমস্যার সমাধান হবে। এইভাবে টিপি লিনক অথবা ডি-লিংক এর যে কোন রাউটার এর সমস্যা সমাধান করা সম্ভব। অন্য কোন রাউটারে ক্ষেত্রে এটি পরীক্ষা করা হয়নি তবে পরীক্ষা করে দেখতে পারেন। আশা করি কার্যকর হবে। আর যারা একই সাথে দুটো আইপি ব্যবহার করেন যদি তাদের কোনোটিতে 80Hz সাপোর্ট করে তবে এই অপশনটি সিলেক্ট করুন। আশা করি কাজ হয়ে যাবে। ধন্যবাদ।