আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহর।
আশা করি সবাই ভালো আছেন?
অনেক এ লেখালেখি করতে খুব পছন্দ করেন। কিন্তু কোথায় লিখবেন, কোথায় লিখে আয় করতে পারবেন। কিভাবে কি করবেন যানেন না।
এরকম যারা আছেন তাদের জন্য আজকের পোস্ট টি। মনযোগ দিয়ে পরবেন। আশা করি কিছু শিখতে ও জানতে পারবেন।
প্রথম এ বলি কোথায় লিখবেন। এজন্য blogger.com লিখে সার্চ করবেন। যেকোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন। তারপর আপনার জিমেইল দিয়ে একাউন্ট করে নিবেন। এমন কোন জিমেইল দিয়ে সাইন আপ করবেন না যা আপনার অন্য কোন কাজ এ ব্যবহার করেন।প্রয়োজন এ একটা নতুন জিমেইল খুলে নিবেন।
একাউন্ট করার পর আপনি Play store থেকে my blog লিখে সার্চ করে একটা অ্যাপ ডাউনলোড করে নিবেন। তারপর অ্যাপ এ জিমেইল এবং জিমেইল এর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবেন।
অ্যাপ ডাউনলোড করলে আপনার কাজ করতে সুবিধা হবে।
তারপর আপনি এখানে নতুন নতুন পোস্ট লিখবেন।আপনি যে জিমেইল দিয়ে একাউন্ট করবেন ওটার ডেট অফ বার্ট টা ১৮ + রাখবেন।
তারপর নতুন নতুন পোস্ট লিখে যখন আপনার পেজে ভিজিটর বাড়তে থাকবে আপনি এডসেন্স এর জন্য আবেদন করবেন।
🚮🚮🚮সতর্কতা…
আপনি যে পোস্ট গুলো লিখবেন এটা আপনার হতে হবে। কোন কপি পোস্ট লিখলে বা সাবমিট করলে আপনার পেজ এ এডসেন্স কানেক্ট করতে পারবেন না।
আপনি ২/৬ মাস ভালো ভালো পোস্ট লিখে তারপর এডসেন্স এর জন্য আবেদন করবেন। তাহলে তারাতাড়ি এডসেন্স এপ্রুব করবে।
একবার আপনার পেজ এডসেন্স এপ্রুব করলে আপনি কন্টেন্ট লিখে সারাজীবন আয় করতে পারবেন। ব্লগিং এ ক্যারিয়ার গড়তে পারবেন। যারা অনলাইন এ আয় করতে চান লাইফ টাইম তারা এটা শুরু করতে পারেন।
আশা করি সবাই কিছু হলেও জানতে পারছেন।ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ