আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন।
অনলাইনে ব্লগিং অনেক আগে থেকে প্রচুর আয় করার একটি মাধ্যম।যেখানে আর্টিকেল লিখার মাধ্যমে প্রচুর পরিমাণে আয় করা যায়।ঠিক তেমন একটি ব্লগ সাইট বানানো থেকে শুরু করে অ্যাডসেন্স পর্যন্ত অধ্যায় গুলো যেতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়।এরপর আমরা আস্তে আস্তে সফলতার মুখ দেখতে পাই।
এখন কথা হলো এমন একটা সময়ে এসে যদি আমরা আমাদের ব্লগ সাইট হারিয়ে ফেলি,কিংবা আমাদের ব্লগ সাইট এর গুগলে রেঙ্ক না করে তাহলে কিন্তু আমাদের হাতে আর কিছুই থাকে না।
আর আমাদের ওয়েবসাইটের এসব ক্ষতির জন্য কিন্তু দায়ী আমরা হয়ে থাকি।এমন একটি মারাত্বক ভুল হলো অন্যের কনটেন্ট কপি করে নিজের সাইটে লিখা।
এখন ধরুন আপনি একটি আর্টিকেল আপনার ব্লগে লিখলেন,যেটি গুগলে সার্চ ইঞ্জিনে শো করানো হচ্ছে।এখন আমি আপনার কনটেন্ট থেকে কপি করে লিখে আমার ব্লগে লিখে দিলাম, তারমানে কি হলো? আমি আপনার কপিরাইট এর আওতায় চলে গেলাম।
এখন সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে গুগল তো আর এত বকা নয় যে আপনি অন্য কারো থেকে কপি করে লিখে দিলেন আর আপনার কিংবা আপনার সাইটের কিছুই হলো না।গুগলের যে রোবট সিস্টেম রয়েছে সেটা আগের চেয়েও অনেকটা উন্নত বর্তমানে।
যার কারণে কপি করলে আপনি অবশ্যই ধরা খাবেন।আর ধরা পড়া মানেই আপনার ব্লগিং ক্যারিয়ারে বাধা।ধরুন আপনি অ্যাডসেন্স পেয়ে গেলেন এখন কপিরাইট আইন লঙ্ঘন করার কারণে আপনার অ্যাডসেন্স ডিসেবল হয়ে গেছে।তাহলে এখন আপনার হাতে আর কি থাকলো বলুন তো?
আপনি যদি একজন নতুন কিংবা পুরনো ব্লগার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ব্লগের কপিরাইট আইন সম্পর্কে জানতে হবে। তা না হলে আপনার ব্লগ সাইট ও অকাজের হয়ে যাবে আপনার ভুলের জন্য।কারণ প্রায় ৭০-৮০ভাগ ব্লগার অন্যান্য ব্লগার এর থেকে পোস্ট এর ধারণা কপি করে পোস্ট করে।যার কারণে বর্তমানে অনেকটা কঠিন হয়ে পড়ছে ব্লগ থেকে ইনকাম করাটা।
তাহলে আসুন জেনে নেই যে ব্লগে কেনো কপিরাইট আসে?
১. অন্যের কনটেন্ট কপি করে নিজের ব্লগে লেখা।এটি প্রধান কারণ,যেটি অধিকাংশ ব্লগার না জেনে বুঝে করে থাকে।
২.ব্লগে কপিরাইট ইমেজ ব্যবহার করার কারণে ব্লগে কপিরাইট আসে।গুগল থেকে ইচ্ছেমত ছবি ডাউনলোড করে নিজের ব্লগে ব্যবহার করলে কপিরাইট আসার সম্ভবনা থাকে।
৩. অন্যের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করলে সেটাই কপিরাইট লঙ্ঘন করে।সেটা যেকোনো কিছু হতে পারে।
তাহলে এখন কথা হলো কিভাবে নিজের ব্লগ সাইটকে কপিরাইট মুক্ত রাখা যাবে?
১.কখনও নিজের ব্লগে অন্যের পাবলিশ করা কনটেন্ট ব্যবহার করবেন না।যদিও কিছুটা কপি করেও থাকেন তাহলে অবশ্যই মালিকের সাইটের নাম উল্লেখ করে দিবেন।
২. সরাসরি গুগল কিংবা অন্যান্য সাইট থেকে ছবি ডাউনলোড করে নিজের ব্লগে ব্যবহার করবেন না। কপিরাইট মুক্ত ইমেজ ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করে ব্যবহার করবেন।
এই দুই বিষয় মাথায় রাখলে আসা করি আপনি কপিরাইট সমস্যায় পড়বেন না।সবসময় একটা কথা মাথায় রাখবেন অন্য কারো কিছু যদি ১%ও কপি করেন তাহলে চেষ্টা করবেন সেটাও না করার, যদিও করা অনেক প্রয়োজন হয় তাহলে মালিক এর নাম দিয়ে দিবেন।
কারণ এত কষ্ট করে একটি ব্লগ সাইট খুলে সেটিতে কাজ করার পর যদি একবার কপিরাইট সমস্যায় পড়েন তাহলে আপনার ব্লগ সাইট সবসময়ের জন্য হারাতে পারেন।সুতরাং অবশ্যই ভেবে চিনতে কাজ করবেন।