আশা করি সবাই ভালো আছেন।সফল মানুষ তো সবাই হতে চায়।কিন্তু সবাই তো আর সফল বেক্তি হয় না।পৃথিবীতে মাএ এক ভাগ লোকেই সফল হতে পারেন।সফলতার জন্য কোনো কিছুর দরকার নেই।যদি আপনার মধ্যে কোনো কিছু পাওয়ার জন্য হার না মানা পরিশ্রম থাকে তাহলে সেই জিনিস আপনি অবশ্যই পাবেন।আর এটা সত্যি যে বিশ্বে বেশিরভাগ বেক্তি আছেন যারা সফল হয়েছেন তাদের কাছে কাজ শুরু করার জন্য কিছুই ছিল না।না তাদের আর্থিক অবস্থা ভালো ছিল,না তাদের ভাগ্য সহায় করেছিল।কারণ তারা প্রচুর ব্যর্থ হয়েছেন।কিন্তু তারা হার মেনে নেয় নি,যার ফলে তারা এখন সফল বেক্তিতে পরি নত হয়েছেন।আর সফলতার জন্য মাইন্ডসেট অনেক জরুরি।তো চলুন এরকম ৮ টি কথা জেনে নেই যা যদি আপনি প্রতিদিন নিজেক বলেন তাহলে আপনি ও একদিন সফল হবেনঃঃ
১.আমি যেই কাজটি করছি তার শেষ না হওয়া প্রর্যন্ত চালিয়ে যাবো।
অনেক মানুষ আছেন যারা শুধু কাজটি কয়েকদিন করে হাল ছেরে দেয়।কিন্তু একই কাজটি যদি আরও ভালোভাবে চেষ্টা করে তাহলে অবশ্যই কাজটিতে সফল হবে।
২.আমি যেই কাজটি করবো তা বিশ্বের সবথেকে ভালোভাবে করবো।এই কাজে কেও আমাকে হার মানাতে পারবে না।
এই কথাটির মাধ্যমে আপনি আরও নিখুতভাবে কাজ করবেন।এবং কাজটি এতই ভালোভাবে করবেন যে সফলতা আসতে বাধ্য।
৩.আমি জানি আমি ব্যর্থ হবো কিন্তু আমি হাল ছারবো না।ব্যর্থতা থেকে শিক্ষা নয়ে নতুনভাবে আবার শুরু করবো।
আপনি যদি আগেই ব্যর্থতারভয় থেকে নিজেকে বাচান তাহকে আর কোনো কিছুই নেই যার ফলে সফলতা আটকে থাকবে।
৪.কাজটার জন্য যতটুকু শ্রম দিতে হয় আমি তার থেকে আরও বেশি পরিশ্রম করবো।
পরিশ্রম ছারা সফলতা আসবে না।তাই নিজেকে পরিশ্রমী করা ছারা সফল মানুষ বানানো সম্ভব না।
৫.মানুষ আমার কাজটি নিয়ে যত হাসাহাসি করুক না কেন তার ফলে আমি কাজটি ছেরে না দিয়ে ভিতর থেকে কাজটি করার জন্য আরও জ্বলে উঠবো।
একটা কাজ করতে গেলে সমাজে অনেক মানুষ আছেন যারা তাকে নিয়ে ঠাট্টা করবে।কিন্তু একজন সফল মানুষ কখনোই এই কাজটি করবে না।কারন তাদের কাছে মানুষকে ঠাট্টা করার সময় নেই।
৬.জীবনে যত অন্ধকার আসুক নতুন করে আবার ভোরের আলো ঠিকই জ্বলবে।
নিজের উপর বিশ্বাস রাখার জন্য এই কথাটি নিজেকে অবশ্যই বলবেন।
৭.আমার কাজটি করার জন্য ৫,১০ বছর যতই লাগুক আমি সময়কে ভয় না পেয়ে কাজটি অবশ্যই করবো।কারণ কাজটি না করলেও সময় এমনি চলে যাবে।
এই কথাটি বললে আপনার মধ্যে ধৈর্যো চলে আসবে।আর ধৈর্যো সফল হওয়ার জন্য একটা শ্রেষ্ট গুন।
৮.সবশেষে একদিন অবশ্যই আমি সফল বেক্ত হবো।
আপনি নিজের উপর বিশ্বাস রেখে যদি সব অসম্ভবকে সম্ভব করে ফেলেন তাহলে তো সফলতা অবশ্যই আসবে।
এই ৮ টি কথা নিজেকে বললে আপনার কাজ জন্য অনেক মোটিভেটেড হবেন।তাই অবশ্যই সফলতা পেতে নিজেকে এই ৮ টি কথা বলতে ভুলবেন না।ভালো থাকবেন সবাই,ধন্যবাদ।