ফেসবুকের এড্রেসবার চেঞ্জ করুন ফেলুন আইডিকে রাখুন আরো বেশি সুরক্ষিত!

ফেসবুকের এড্রেসবার চেঞ্জ করুন

বর্তমানে সবথেকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পেতে চলেছে তেমনি এর হ্যাকিং তার পরিমাণ দিন দিন বেড়েই চলছে।
আজ আমি আপনাদের সাথে এমন একটা ফেসবুকে যে টিপস শেয়ার করব সেটার মাধ্যমে আপনারা আপনাদের প্রোফাইল লিংক বা এড্রেস হাইড করে রাখবেন যেভাবে। আপনি কি কখনো জানেন আপনার ফেসবুক কি কারনে হ্যাক হতে পারে বা কি কারনে হয়ে থাকে। সবথেকে বেশি হ্যাক হয়ে থাকে আপনার প্রোফাইলটা যখন পাবলিক করা থাকে অর্থাৎ আপনার বন্ধু-বান্ধব তারা সবাই আপনার প্রোফাইলের ডিটেলস গুলো দেখতে পারে। তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে কারণ আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সাল এবং প্রোফাইল অ্যাড্রেস যদি হাইড করা না থাকে সেটা পাবলিক করা থাকে এবং অর্থাৎ সবাই যদি সেটা দেখতে পারে। তাহলে আপনার জন্ম তারিখ সাল এবং এগুলো কপি করে একটা ফেক আইডি তৈরি করে হ্যাকাররা। বিভিন্ন বিভিন্ন ফেইক আইডি করে আপনার ফেসবুক একাউন্টের নামে সেটা তারা ফেসবুক কে দেখিয়ে বলে সেটা তার নিজের আইডি এবং এভাবে একটা ভালো নতুন আইডি তারা নিজের করে দাবি করে। ফেসবুকের কাছে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে এবং তখন ফেসবুক সেটার রিভিউ করে সমস্ত তথ্য ঠিকঠাক যদি থাকে তাহলে ফেসবুক তাকে রিকভারি করার একটা চান্স দেয়। আর তখনই হ্যাকার বাটপারি মাধ্যমে আপনার ফেসবুকটা তার করে নেয় অর্থাৎ ফেসবুক একাউন্টটা আপনারটা হ্যাকিং করে তারা তার ভিতরে ঢুকে আপনাকে নানা ধরনের ভয়-ভীতি দেখিয়ে তারা নানা রকমের হয়রানি বা ব্লাকমেইল করে থাকে। তো মূল কথা হলো আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইল লিঙ্ক টা কিভাবে হাইড করবেন বা পরিবর্তন করে ফেলবেন।
নিচের লিংকে স্ক্রিনশট আকারে ভালো করে বুঝিয়ে দেওয়া পোস্টে ক্লিক করে দেখে নিন একদম বুঝে যাবেন সহজে

 

বিস্তারিত দেখতে ক্লিক করুন

click now

 

 

 

 

 

 

Related Posts