মনের অজান্তেই হয়তো আপনার ভালোলাগার সেই মানুষটাকে ভালোবেসে, ফেলেছেন কিন্তু আপনি সেই কথাটা বলতে পারছেন না যে আপনি তাকে অনেক বড্ড বেশি ভালোবাসেন। হয়তো কোন ভালো একটা অবস্থা বুঝে আপনার সেই প্রিয় মানুষটাকে আপনি বলে দিয়েছেন তাকে আপনি ভালোবাসেন। সে হয়তো তাতে সম্মতি দিয়েছে এবং হয়তো আপনার কথাটা ফেলতেও পারে নি আপনাকে সে ভালোলাগার বিষয়টিও বলে দিয়েছে। যে আপনাকেও সেও ভালোবাসে। এখন হয়তো দুজনের সম্মতিতে আপনারা মধুময় প্রেম থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি হয়তো মনে মনে চিন্তা ভাবনা করছেন আপনারা দুজন দুজনাকে আপন করে পাবেন। কিন্তু মূল কথা হলো কখনোই প্রিয় মানুষকে আপনার কিছু ব্যক্তিগত কথা আছে যেগুলো কখনো শেয়ার করবেন না তা নিয়ে রইলো কিছু টিপস।।
প্রাক্তন প্রেমের কথা না বলা !!
আপনি যদি একদম নতুন কাউকে ভালোবাসেন। তাহলে পূর্বে যদি আপনার কোন প্রিয় মানুষ থেকে তাকে বা কাউকে ভালোবাসতেন তাহলে সেই কথাটি এড়িয়ে চলুন নতুন প্রিয় মানুষটার কাছে। কারণ আপনি যদি পুর্বের প্রেমের বিষয়ে নতুন কে বলেন তাহলে সে হয়ত আপনার উপরে রাগ অভিমান করে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, বা আপনার সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে পারে। সেজন্য পূর্বের প্রাক্তন প্রেমের বিষয়টা একদমই গোপনীয়তার রাখবেন তাছাড়া প্রাক্তন প্রেম যদি আপনি কখনো গোপন না রাখেন তাহলে নতুন প্রেমের মধ্যে যখন আপনাদের কখনো গন্ডগোল হবে তখন প্রাক্তন প্রেমের বিষয়ে কিন্তু বলাবলি হবে। তাই পূর্বের প্রেম নিয়ে কখনো কিছু বলবেন না।।
কারোর জন্য অপেক্ষা করার কথা !!
হয়তো আপনি আগে আপনার প্রিয় মানুষটার জন্য কোথায় অপেক্ষা করতেন। কোথাও বসে থাকতেন অনেক দূর থেকে এসে দেখা করতেন তার জন্য অর্থাৎ প্রিয় মানুষটার জন্য। এই অপেক্ষার কথা কিন্তু নতুন প্রেমিক বা প্রেমিকার কাছে কখনোই এ কথা শেয়ার বা বলবেন না। কারণ নতুন প্রেমিক বা প্রেমিকার কাছে তাহলে যদি আপনি বলে দেন কারোর জন্য একসময় আপনি অপেক্ষা করতেন। তাহলে তার মনে আপনার জন্য একটা অন্যরকম জায়গা সৃষ্টি হবে। হয়তো সে ভাববে আপনি তাকে অনেক বেশি ভালোবাসতেন সেজন্য তার জন্য আপনি খুব অপেক্ষা করতেন এই জন্য এই ধরনের কথা থেকে বিরত থাকবেন।।
কারোর থেকে গিফট নেওয়ার কথা !!
হয়তো আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা আপনাকে অনেক অনেক গিফট দিত সেই বিষয়ে আপনি এড়িয়ে চলবেন অর্থাৎ যদি আপনি নতুন প্রেম করে থাকেন তাকে কখনোই এই গিফট দেওয়ার বিষয়ে বলাবলি করবেন না। কারণ এই ধরনের গিফট দেওয়ার কথা নতুন প্রেমিক বা প্রেমিকার কাছে বলাবলি করলে আপনার প্রেম ভাঙার একটা কারন হতে পারে। এই কথার জন্য তাই যদি আপনার প্রাক্তন প্রিয় মানুষটার থেকে কোন ধরনের গিফট পেয়ে থাকেন বা দিয়ে থাকেন সেই বিষয়টা এড়িয়ে চলুন নতুন প্রিয় মানুষটার কথা ভেবে।
পূর্বের প্রেমের মানুষ নিয়ে না বলা !!
আপনি যদি উপরোক্ত সকল বিষয় একটু একটু করে বলেন তাহলে কোন সমস্যা নেই। তবে বেশি করে বলতে যাবেন না যেটা বলবেন বলার সময় সময় কম করে বলার চেষ্টা করবেন। এককথায় আপনার ভালোবাসার মানুষ একজন বা অনেকজন থেকে থাকতো তাহলে তার বিষয় এড়িয়ে চলুন। আর নতুন প্রিয় মানুষটাকে নিয়ে ব্যস্ত থাকুন। যদি আপনার বর্তমান প্রিয় মানুষটা পূর্বের প্রেম সম্পর্কে জানতে চায় তাহলে আপনি অল্প করে কিছুটা সংক্ষেপে বলুন সবকিছু খুঁটিয়ে নুটিয়ে বলতে যাবেন না তাহলে কিন্তু আপনারই সমস্যা হবে বর্তমান প্রেম জীবনে।।