আমি তানিয়া। ক্লাস নাইন এ পড়ি।আমার বাসা স্কুলের পাশেই।আমি এবং আমার বান্ধবীরা সবাই মিলে একসাথে স্কুলে যেতাম।প্রায়ই দেখতাম আমাদের স্কুলের সিনিয়র মানে দশম শ্রেণীর একজন ছাত্র আমাকে ফলো করতো।আমি যখন স্কুলের ফিল্ডে বসে বান্ধবীদের সাথে আড্ডা দিতাম তখন সে আমার দিকে তাকিয়ে থাকতো।স্কুল থেকে বাসায় যাওয়ার সময় আমার পিছন পিছন যেত।কিন্তু কখনো সাহস করে কিছু বলেনি।আমি কি বলবো বা রিজেক্ট করে দিবো কিনা এই ভেবেই হয়তো কিছু বলত না।এভাবে তিন চার মাস কেটে গেল।এখনো সে আমাকে কিছু বলতে পারিনি।কিন্তু আমার তাকে ভালো লেগে গেছে।একদিন আমি টিফিন টাইম এ বাসায় খেতে গেলাম।খেয়ে যখন ক্লাসে আসলাম তখন সেই ছেলেটি আমাদের সামনে আসলো।তারপর আমাকে বললো তোমার সাথে আমার কিছু কথা আছে।আমি বললাম জী বলেন।সে বললো একটু একা কথা বলতে চাই।আমার বান্ধবীরা আমাকে ঠেলে পাঠিয়ে দিল।
এবার সে আমাকে একটা চিঠি দিল ।আমি মনে মনে ভাবলাম এই যুগে এসে চিঠি।তারপর সে বললো হয়তো ভাবছো এই সময়ে এসে চিঠি কেনো দিলাম।আসলে তোমার সামনে বলতে কেমন যেনো লাগছিল তাই লিখে নিয়ে আসছি।কিন্তু এখন একটু সাহস হচ্ছে বলতে ।আসলে আমি তোমাকে ভালোবাসি।আমি বললাম হ্যা টা তো জানি।কারণ আমি খেয়াল করছিলাম অনেক দিন ধরে আমাকে আপনি ফলো করেন।তারপর সে একটু লজ্জা পেয়ে গেলো এবং বললো আচ্ছা আমি আসি।তুমি চিঠি টা পড়ে কাল কে তোমার মতামত টা জানিয়ে।
তারপর টিফিন টাইম শেষ হলো আমরা রুম এ আসলাম।বান্ধবীরা চিঠি টা দেখার জন্য জোরাজুরি করছিলো।কিন্তু আমি তাদের কে বললাম না এই চিঠি টা আমি আগে দেখবো তার পর তোদের কে কাল দেখবো।মনে মনে খুব ভালো লাগছিল কারন এখন কার যুগে তো চিঠির চলিত নেই বললেই ধরা যায়। তারপর আমি বাসায় আসলাম রাতে চিঠিটি খুলে দেখলাম।অনেক সাজিয়ে গুছিয়ে লেখাগুলা লিখেছে।তার চিঠি পরে বুঝতে পারলাম যে সে যা লিখেছে মন থেকে লিখেছে।তারপর আমি বসে বসে ভাবতে লাগলাম আমি কি উত্তর দিব কাল।তারপর আমি একটা কাগজে লিখলাম।আমার কিছুদিন সময় লাগবে ভেবে দেখতে।
পরের দিন টিফিন টাইম এ সে আসল এবং আমাকে বললো তোমার উত্তর ত কি?আমি তার হাতে আমার চিঠিটা দিয়ে রুম এ চলে আসলাম।
পরের দিন সে চিঠি তে লিখলো আচ্ছা সমস্যা নেই।তোমার জন্য এতদিন যেহেতু অপেক্ষা করতে পেরেছি এখনো পারবো।এভাবে সে প্রতিদিন একটা করে চিঠি দিতো।আর তাতে লেখা থাকতো ভালোবাসি প্রিয়।অনেক বেশি ভালোবাসি।
আমি আর না করে থাকতে পারলাম না। ভাবছিলাম হয়তো রিলেশন টা হইয়ে গেলে এই চিঠি নামক কিছু থাকবে না কিন্তু না এখনো সে প্রতিদিন আমাকে একটা করে চিঠি দেই।আর তাতে লেখা থাকে ভালো ভাসি প্রিয়।অনেক বেশি ভালো বাসি।