Cheap price backlink from grathor: info@grathor.com

ভাল মানুষ হওয়ার উপায় জেনে নিন

পৃথিবীর প্রায় সকল মানুষই চায় নিজেকে একজন ভাল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। দায়িত্ববোধ মানুষ হিসেবে গড়ে উঠতে চায়।কিন্তু ভাল মানুষ হওয়ার পেছনে কি কি বিষয় অবলম্বন করতে হবে তা অনেকেরেই হয়তো জানা নেই।তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে ভাল মানুষ হওয়া যায়ঃ-

  • আপনাকে একজন ভাল মানুষ হতে হলে অবশ্যই ইতিবাচক মনোভাব রাখতে হবে।
  • অন্য লোকের কাছ থেকে শিখে নেওয়ার আগ্রহ থাকতে হবে।
  • ভাল মানের শ্রোতা হতে হবে।
  • নিজের প্রতি আত্মবিশ্বাসী হতে হবে।
  • নতুন লোকের সাথে পরিচয় লাভ করার গুনাগুণ অর্জন করতে হবে।
  • সহযোগিতার মনোভাব থাকতে হবে।
  • তারা কখনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত গ্রহণ করেন নি।
  • ভাল মানুষ সর্বদাই কথা দিয়ে কথা রাখার গুরুত্ব বজায় রাখেন।
  • একজন ভাল মানুষ হতে হলে অবশ্যই আপনাকে সৎ-চরিত্রবান হতে হবে।
  • ভাল মানুষ কখনোই স্বার্থপর হয়না।
  • একজন ভাল মানুুষ বড়দের সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে।
  • একজন ভাল মানুষ সর্বদাই মানুষের কল্যাণ কামনা করবে।
  • নিয়মিত মনোযোগ সহকারে ধর্মীয় বিধি-বিধান মেনে চলবে।
  • কখনোই কারও সাথে খারাপ আচরণ কর

একজন ব্যক্তিত্ববান বা দায়িত্ববোধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে আপনার জীবন হতে যা যা বর্জন করতে হবে সেগুলো হচ্ছেঃ-

  • একজন দায়িত্ববোধ মানুষ কখনই তার ব্যক্তিগত ব্যাপার অন্য কারো নিকট প্রকাশ করবে না।
  • একজন ভাল মানুষ কখনই নিজেকে অন্যের নিকট বড় করে প্রকাশ করেন না।
  • কোন অজুহাতে কার সাথে প্রতারণার আশ্রয় নেননি এবং অন্য কারও অজুহাত তিনি গ্রহণও করেন নি।
  • দায়িত্ববোধ মানুষ সর্বদাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন এবং ভেবে চিন্তে কথা বলেন।
  • তারা সর্বদাই ভাবেন যে তার মতামতের থেকে অন্য কারও মতামত আরও ভাল হবে।সেজন্য তারা কারও মতামত বা সমর্থনের অপেক্ষায় থাকেন না।
  • স্বার্থপরতা বর্জন করতে হবে।
  • মানুষকে ঘৃণা ও হিংসা করা যাবে না।
  • কখনোই মানুষের অকল্যাণ  করা যাবে না।
  • ধর্ম বিরোধী কোন কাজে লিপ্ত থাকা যাবে না।

আসুন ভাল মানুষ হওয়ার চর্চা করি,দেশ ,সমাজ তথা জাতির কল্যাণে নিজেকে উৎস্বর্গ করি।

আমার পোস্টটি যদি আপনাদের ভাল লেগে থাকে,তবে অবশ্যই বেশি বেশি শেয়ার ও কমেন্ট এবং লাইক করবেন।

Related Posts

5 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No