ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য বিসিএসসহ যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই এই অংশটুকু অবশ্যই আয়ত্ব করবেন। আশা করি এখান থেকে প্রশ্ন আসবে।
ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য
নাটক
কবর – মুনীর চৌধুরী।
ছোট গল্প
একুশের গল্প – জহির রায়হান।
উপন্যাস
আরেক ফাল্গুন – জহির রায়হান
আর্তনাদ – শওকত ওসমান
নিরন্তর ঘন্টাধ্বনি – সেলিনা হোসেন।
সম্পাদিত গ্রন্থ
একুশে ফেব্রুয়ারি হাসান – হাফিজুর রহমান।
কবিতা
কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি – মাহবুব উল আলম চৌধুরী
চলচ্চিত্র
জীবন থেকে নেয়া, Let there be light – জহির রায়হান।
মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য
নাটক
যে অরণ্যে আলো নেই – নীলিমা ইব্রাহিম
পায়ের আওয়াজ পাওয়া যায় – সৈয়দ শামসুল হক
বর্ণচোরা, কী চাহ শঙ্খচিল – মমতাজ উদ্দিন আহমেদ
নরকে লাল গোলাপ – আলাউদ্দিন আল আজাদ
প্রতিদিন একদিন – সাঈদ আহমদ।
উপন্যাস
রাইফেল রোটি আওরাত – আনোয়ার পাশা
নিষিদ্ধ লোবান, নীল দংশন – সৈয়দ শামসুল হক
জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক জলাঙ্গী, শওকত ওসমান
যাত্রা – শওকত আলী
আগুনের পরশমণি, শ্যামল ছায়া – হুমায়ূন আহমেদ
হাঙ্গর নদী গ্রেনেড, যুদ্ধ – সেলিনা হোসেন
ফেরারী সূর্য – রাবেয়া খাতুন
এ গোল্ডেন এজ – তাহমিমা আনাম
খাঁচায় – রশীদ হায়দার
উপমহাদেশ – আল মাহমুদ।
প্রবন্ধ
A Search for Identity – মেজর মোহাম্মদ আব্দুল জলিল
The Liberation of Bangladesh – মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
আমি বীরাঙ্গনা বলছি – নীলিমা ইব্রাহিম
একাত্তরের ঢাকা – সেলিনা হোসেন।
স্মৃতিকথা
আমি বিজয় দেখেছি – এম আর আখতার মুকুল
একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরী – সুফিয়া কামাল
একাত্তরের যীশু – শাহরিয়ার কবীর।
চলচ্চিত্র
Stop Genocide – জহির রায়হান
ওরা ১১ জন – চাষী নজরুল ইসলাম
আবার তোরা মানুষ হ – খান আতাউর রহমান
হাঙ্গর নদী গ্রেনেড – চাষী নজরুল ইসলাম (চলচ্চিত্র বললে চাষী নজরুল ইসলাম হবে।)
অরুণোদয়ের অগ্নিসাক্ষী – সুভাষ দত্ত।