আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি। আজকে আমি “ভ্রমণে যাওয়ার প্রস্তুতি ১ম পর্ব” নিয়ে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে শুরু করা যাক।
ভ্রমণে যাওয়ার প্রস্তুতি:
ভ্রমণে যাওয়ার আগে কিছু প্রস্তুতি খুবই প্রয়োজন। সেগুলো নিম্নে আলোচনা করা হলো:
১. ট্রাভেল ব্যাগ:
ভ্রমণে যেতে হলে ট্রাভেল ব্যাগ খুবই প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরণের ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। বর্ষা মৌসুমে ওয়াটার প্রুফ ট্রাভেল ব্যাগ নেওয়াই ভালো। যাতে ব্যাগের ভিতরে পানি প্রবেশ না করে।
২. গামছা বা তোয়ালে:
ভ্রমণে হাত মূখ পরিষ্কার করার জন্য গামছা বা তোয়ালে নেওয়া যেতে পারে।
৩. ক্যাপ বা হ্যাট:
সূর্যের ক্ষতিকর রশ্মি এবং ধুলাবালি থেকে চুল রক্ষার জন্য ক্যাপ বা হ্যাট মাথায় রাখা যেতে পারে। মাদ্রাসার ছাত্র হলে টুপিই যথেষ্ট।
৪. সানগ্লাস:
সূর্যের ক্ষতিকর রশ্মি এবং ধুলাবালি থেকে চোখে সুরক্ষা দিতে চোখে সানগ্লাস রাখতে হবে।
৫. টিস্যু পেপার:
টিস্যু পেপার খুবই প্রয়োজন। তাই ভ্রমণে টিস্যু পেপার রাখতে পারেন
৬. দিয়াশলাই বা গ্যাস:
কোন কিছু পোড়ার জন্য বা আগুন ধরানোর জন্য দিয়াশলাই নিতে পারেন।
৭. কয়েল:
ভ্রমণ পিপাসুদের জন্য কয়েল খুবই দরকারী ইন্সট্রুমেন্ট। মশার উপদ্রব থেকে বাঁচতে হলে কয়েল অবশ্যই নিতে হবে।
৮.পানির বোতল:
ভ্রমণ পথে মাঝে মাঝে পানির পিপাসা ধরে। তাই আপনি সাথে পানির বোতল রাখলে কোন সমস্যা পোহাতে হবে না।
৯. টুথপেস্ট ও ব্রাশ:
দীর্ঘ ভ্রমণ করলে আপনাকে সাথে করে টুথপেস্ট এবং ব্রাশ নিয়ে যেতে হবে।
১০. বডি স্পে:
শরীরের দুর্গন্ধ এড়াতে বডি স্প্রে নেওয়া যেতে পারে।
১১. লোশন,লিপজেল ও ক্রীম:
শীতকালীন ভ্রমণ করলে সাথে অবশ্যই লোশন,লিপজেল ও ক্রীম নিয়ে নিতে হবে।
১২. আয়না ও চিরুনী:
ভ্রমণে আমাদের চেহারা দেখতে এবং মাথার এলোমেলো চুলগুলো আচড়াতে আয়না ও চিরুনী ব্যবহৃত হয়। তাই সঙ্গে করে আয়না ও চিরুনী নেওয়া উচিত।
১৩. নোটবুক ও কলম:
অনেক সময় ভ্রমণ থেকে আমরা নতুন অনেক কিছু শিখি। তাই নতুন শিখা জিনিস গুলো টুকে রাখার জন্য আমাদেরকে সাথে নোটবুক এবং রাখতে হবে।
১৪. টর্চ লাইট:
শহরে ভ্রমণ করতে গেলে অনেক সময় কারেন্ট চলে যায়। তাই সঙ্গে টর্চ লাইট রাখা উচিত।
১৫. অতিরিক্ত ব্যাটারি:
আমরা প্রায়ই ব্যাটারির বিষয়টি নিয়ে বিপদে পড়ি। অনেক সময় আমাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। আবার অনেক সময় ব্যাটারি নষ্ট হয়ে যায়। এই সকল সমস্যা পোহাতে আমরা অনেক বড় বিপদে পড়ে যায় এমনকি সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাই আমাদের উচিত সাথে করে অতিরিক্ত মোবাইল ব্যাটারি নিয়ে যাওয়া।
নিরাপদ ভ্রমণ করুন।
করেনা থেকে মুক্ত থাকুন।
২য় পর্বের অপেক্ষায় থাকুন।
আল্লাহ হাফেজ।
আমার প্রিয় টরিস্ট স্পট, কক্সবাজার !
কক্সবাজার সারা পৃথীবির মধ্যে সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত । আমি সব সিজনেই কক্সবাজারে গিয়েছি এবং গত ৫ বছরেতো অনেকবার...