একদিন নির্জন এক রাস্তার মোড়ে দু’টি গাড়ির মুখোমুখি মারাত্মক সংঘর্ষ হলো। দু’টি গাড়িরই সামনের অংশ একেবারে ভেঙে চুরমার হয়ে গেলো। এতবড় দুর্ঘটনার পরেও সৌভাগ্যক্রমে দু’টি গাড়ির চালকদের কিন্তু কিছু হয়নি। তারা উভয়েই একদম অক্ষত অবস্থায় ছিল।
একটি গাড়ির মধ্যে একজন পুরুষ আর অপর গাড়ির চালক ছিলেন একজন মহিলা। দুর্ঘটনার পর দুজনেই ভাঙ্গা গাড়ি থেকে কোনোক্রমে বেরিয়ে এলেন। গাড়ি থেকে নেমে মহিলাটি বললেন- আমাদের দুজনের দুটি গাড়িই মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে। তবে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে, তিনি আমাদেরকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন। সৃষ্টিকর্তার হয়তো এটাই ইচ্ছা যে, এই ঘটনায় আপনার আর আমার মধ্যে একটা সুন্দর এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং এই ঘটনার জন্য আমরা কেউ কাউকে দায়ী করবো না।
মহিলার কথা শুনে পুরুষ লোকটি খুশি হয়ে বললেন- আপনি একদম ঠিক বলেছেন, আমি আপনার সাথে পূর্ণ সহমত পোষণ করছি। তখন ভদ্রমহিলা তার আঙ্গুলের ইশারায় নিচে পড়ে থাকা একটা মদের বোতলের দিকে নির্দেশ করে বললেন- আর একটা আশ্চর্যের বিষয় লক্ষ্য করেছেন আপনি? এই বোতলটা আমি আমার এক বন্ধুর জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু গাড়ি চুরমার হয়ে গেলেও বোতলটা অক্ষত থেকে গেল। সৃষ্টিকর্তা মনে হয় চান যে, এটা দিয়ে আমাদের আজকের সৌভাগ্যটা উদযাপন করি।
এবার মহিলাটি মদের বোতলটি লোকটির হাতে দিয়ে বললেন- নিন, উদযাপন শুরু করুন। লোকটি বোতলের ক্যাপ খুলে তিন চুমুক পান করে মদের বোতলটি মহিলার দিকে এগিয়ে দিয়ে বললেন- ধন্যবাদ, নিন এখন আপনি পান করুন। তখন মহিলাটি বললেন- আমি আসলে এত বেশি পান করিনা। আপনি আরও বেশি পান করে আমাকে দিন। তখন লোকটি মদের বোতলের অধিকাংশ মদ পান করে বোতলটি মহিলার দিকে এগিয়ে দিয়ে বললেন- নিন, এখন আপনি পান করুন।
মহিলাটি বললেন- দয়া করে কিছু মনে করবেন না, আমি এখন পান করবো না। এখন আমি পুলিশের জন্য অপেক্ষা করছি। পুলিশ এসে দেখে বলুক- এই দুর্ঘটনার জন্য আসলে কে দায়ী? এই গল্পটা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো- মিষ্টি ভাষায় কথা বলার মানুষ সব সময় ভালো হয়না। আমাদের আশেপাশে এমন অনেক মিষ্টভাষী লোক আছে। যাদের বাইরে থেকে দেখলে মনে হবে- ভাজা মাছটা উল্টে খেতে জানেনা। এরা প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে ধূর্ত ব্যক্তি।
এমন ব্যক্তিদের বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। বর্তমান সময়ে এমন লোকের সংখ্যা অনেক বেশি। এজন্যই চিরন্তন প্রবাদ আছে যে- ‘দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিতে নাই’, কারণ এদের- ‘মুখে মধু, অন্তরে বিষ!!’
একদম ঠিক বলেছেন। পোষ্টটা পড়ে খুব ভালো লাগলো।
ধন্যবাদ
Ok
Thanks
ধন্যবাদ
Absurdly True Story
ধন্যবাদ
একদম ঠিক ভাই
ধন্যবাদ
Very nice
ধন্যবাদ
nice
ধন্যবাদ
bah…
ধন্যবাদ
Bah valo
ধন্যবাদ
Nice
ধন্যবাদ
অসাধারণ একটি পোস্ট!
ধন্যবাদ
Thanks
ধন্যবাদ
nice post
nice
nice post
❤️
❤️