আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
বন্ধুরা বর্তমানে প্রযুক্তি এমন এক পর্যায়ে চলে গেছে যা অনেকের চিন্তার বাহিরে. প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় চলে এসেছে আপনি ইচ্ছা করলেই এখন ঘরে বসেই যেকোনো কিছু করতে পারবেন বাহিরে না গিয়ে. প্রযুক্তি শুধু আমাদের খারাপ কাজে লাগে না ভালো অনেক কাজে লাগে একটা জিনিস যদি আপনি খারাপ ভাবে ব্যবহার করেন তাহলে সেটা খারাপ হবে কিন্তু যদি সেটা খারাপ ভাবে ব্যবহার না করে ভালোভাবে ব্যবহার করেন তাহলে সেটার ফল সবসময় মিষ্টি হবে. বন্ধুরা আজকে এমন একটি ট্রিক শেয়ার করবো যার মাধ্যমে আপনারা মোবাইল থেকে ল্যাপটপে কাজ করতে পারবেন মানে হল আপনার মোবাইলের স্ক্রিনটা ল্যাপটপ এ চলে যাবে. আপনি মোবাইলে যে ফাংশনগুলো ব্যবহার করেন ও বহু ফাংশনগুলো ল্যাপটপের মধ্যে চলে যাবে আপনার মোবাইলের সমস্ত অ্যাপস ফাইল সবকিছু আপনি ল্যাপটপ থেকে কন্ট্রোল করতে পারবেন. ধরেন আপনার মোবাইল একটা ছবি আছে সেটা আপনি ল্যাপটপের না নিয়ে দেখতে পারবেন তো চলুন দেখি কিভাবে কাজটা করা যায়. প্রথমে লিঙ্ক থেকে অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন. তার আগে আপনারা আপনাদের ল্যাপটপ সেটিংসে যাবেন তারপর ডিভাইসে যাবেন, তারপর projecting to this pc এখানে ক্লিক করবেন তারপর দুইটা ফাংশন দেখতে পাবেন আপনি প্রথম তাই অ্যাভেলেবল এভরি হয় আর দিবেন এবং নিচের টাইপ ফাস্ট টাইম অনলি দিবেন. তার আগে অবশ্যই ল্যাপটপের পিসি একি ওয়াইফাই দিয়ে কানেক্ট করা থাকতে হবে. তারপর অ্যাপস টি অপেন করবেন সিলেক্ট বাটনে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাবেন আপনার ল্যাপটপের নাম শো করছে সেখানে ক্লিক করবেন তারপর কানেক্ট এ ক্লিক করবেন এখন দেখতে পাবেন একটু সময় নিয়ে আপনার মোবাইলের স্ক্রিন ল্যাপটপে চলে এসেছে. ভালো লাগলে পোস্টটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ.
App link: https://play.google.com/store/apps/details?id=com.soomapps.screenmirroring