১.শুরুতে যেকোনো ব্রাউজার এ চলে যান সেখানে সার্চবারে গিয়ে সার্চ করুন ইমেজ কালারাইজ ডট কম এবং উপরের স্কিনশর্ট এ দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করুন।তারপর দেখবেন নিচে বামে ইমেজকালারাইজ নামে একটি অপশন আছে ঐ অপশনটি সিলেক্ট করুন ও ক্লিক করুন।
২.এবার ক্লিক টু ড্রপ ফাইল এই অপশনটি তে ক্লিক করুন তারপর আপনাকে একটি সাদা-কালো ছবি দিতে হবে আর অবশ্যই ছবির সাইজ ৫ এম্বির নিচে হবে।
৩.তারপর একটি ছবি দিন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি দিলাম যা সাদা কালো ও ৫ এম্বির নিচে।
৪.এবার ছবি আপলোড হয়ে গেলে স্টার্ট নামে যে আইকন বা অপশন দেখতে পাচ্ছেন ঐ অপশনটিতে ক্লিক করুন।
৫.এবার ছবিটি প্রসেসিং শেষ হয়ে গেছে মানে ছবিটিকে তারা সাদা-কালো থেকে রঙিন করে তোলেছে এবার ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন।
৬.দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের সাদা-কালো ছবি আগে ও পরের রবীন্দ্রনাথ ঠাকুরের রঙিন ছবি আশা করি আপনাদের এই টিউটোরিয়াল ভালো লেগেছে আপনি এবার চাইলে যেকোনো সাদা-কালো ছবিটি রঙিন করে নিতে পারবেন।
আমাদের অনেকের কাছেই সাদা-কালো ছবি থাকে কিন্তু এটিকে কীভাবে রঙিন করব আমরা অনেকেই জানি না আমরা অনেকে ফটোশপ দ্বারা টাকা দিয়ে অনেকের মাধ্যমে ছবি রঙিন করি কিন্তু এখন আপনি চাইলেই যেকোনো সাদা-কালো ছবি ফ্রিতে ও খুব অল্প সময়ে ছবি রঙিন করে ফেলতে পারেন।আর যারা ফটোশপের কাজ জানেন তারা চাইলে ফটোশপ দিয়ে আরো সুন্দর করে ছবিকে বিভিন্ন রঙ দিয়ে রঙিন ইফেক্ট তৈরি করতে পারেন।
আর যারা পারেন না ফটোশপের কাজ তাদের জন্য এই ওয়েবসাইটটি বেস্ট আমি মনে করি কারণ ফটোশপ এর কাজ এত সহজ নয় আর এই ওয়েবসাইটে কিছু সময় ব্যয় করলে আপনি ছবিকে রঙিন করে ফেলতে পারবেন ধন্যবাদ গ্রাথোরের পাশে থাকবেন সবসময়।